IPL 2025 Vaibhav Suryavanshi: এবারের আইপিএল-এ নজর কেড়ে নিয়েছেন ১৪ বছর বয়সি ব্যাটার বৈভব সূর্যবংশী। তাঁকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সিনিয়র জাতীয় দলে জায়গা করে নেওয়াই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন বৈভব।
Vaibhav Suryavanshi named in India U-19 squad: চলতি আইপিএল-এ (IPL 2025) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে নজর কেড়ে নিয়েছেন। এবার অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে সুযোগ পেয়ে গেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ইংল্যান্ড সফরে যাবেন এই কিশোর। ২৪ জুন শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের ইংল্যান্ডের মাটিতে সিরিজ। এই সিরিজ চলবে ২৩ জুলাই পর্যন্ত। ফলে এক মাস ইংল্যান্ডে থাকবেন বৈভব। জাতীয় দলের হয়ে এই সফর তাঁকে ভবিষ্যতের জন্য পরিণত হতে সাহায্য করবে। অনূর্ধ্ব-১৯ দল হলেও, বাকিদের চেয়ে কম বয়স বৈভবের। ফলে সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার সুযোগ পাবেন এই কিশোর। তিনি এবারের আইপিএল-এ অকুতোভয় ব্যাটিং করেছেন। এই লিগের ইতিহাসে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম শতরানের রেকর্ড গড়েছেন। এবার জাতীয় দলের হয়েও ভালো পারফরম্যান্সই তাঁর লক্ষ্য।
অধিনায়ক আয়ূষ মাত্রে
ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কিশোর তারকা আয়ূষ মাত্রে (Ayush Mhatre)। বৈভব ও আয়ূষ ছাড়াও দলে আছেন- বিহান মালহোত্রা, মৌল্যরাজসিং চাভদা, রাহুল কুমার, অভিজ্ঞান কুণ্ডু (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), হরবংশ সিং (উইকেটকিপার), আর এস অম্বরিশ, কনিষ্ক চৌহান, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, যুধাজিৎ গুহ, প্রণব রাঘবেন্দ্র, মহম্মদ এনান, আদিত্য রানা ও আনমোলজিৎ সিং। এই সফরে ভারতের অনূর্ধ্ব-১৯ দল শুরুতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তারপর পাঁচটি ওডিআই এবং ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে দু'টি একাধিক দিনের ম্যাচ খেলবে।
আইপিএল-এর ইতিহাসে কনিষ্ঠতম খেলোয়াড় বৈভব
আইপিএল-এর ইতিহাসে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে নজির গড়েছেন বৈভব। ১৪ বছর বয়সি এই ব্যাটার ৭ ম্যাচ খেলে ২৫২ রান করেছেন। তাঁর ব্যাটিংয়ের গড় ৩৬ এবং স্ট্রাইক রেট ২০৬.৫৬। ভবিষ্যতে সিনিয়র পর্যায়ে জাতীয় দলের হয়ে খেলাই লক্ষ্য এই কিশোরের। সেক্ষেত্রে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা তাঁর কাছে প্রথম ধাপ হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


