- Home
- Sports
- Cricket
- Virat Kohli: 'কোনওদিন অন্য কাউকে ম্লান করে দেওয়ার মনোভাব ছিল না,' স্পষ্ট বার্তা বিরাটের
Virat Kohli: 'কোনওদিন অন্য কাউকে ম্লান করে দেওয়ার মনোভাব ছিল না,' স্পষ্ট বার্তা বিরাটের
Virat Kohli: চলতি আইপিএল-এ (IPL 2025) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)। এরই মধ্যে তিনি ব্যক্তিগত লক্ষ্য ও মানসিকতা নিয়ে মুখ খুললেন।

প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-২০ ক্রিকেটে ১৩,০০০ রান, নতুন নজির বিরাট কোহলির
Virat Kohli IPL 2025: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025) ২০২৫-এ মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধে ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) কিংবদন্তি বিরাট কোহলি (Virat Kohli) ঝোড়ো ইনিংস খেলেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) অনুষ্ঠিত এই ম্যাচে ৪২ বলে ৬৭ রান করেন বিরাট। তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও দু'টি ওভার-বাউন্ডারি। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩ হাজার রান করা প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন বিরাট।
তাঁর কখনও অহংবোধ ছিল না, দাবি করেছেন আরসিবি কিংবদন্তি বিরাট কোহলি
সম্প্রতি বিরাট কোহলি তাঁর সফল ক্রিকেট যাত্রা সম্পর্কে কিছু আগ্রহ উদ্দীপক তথ্য জানিয়েছেন। নিজের সাফল্যের পিছনের মূল বিষয়গুলি শেয়ার করেছেন। বিরাট বলেন, তাঁর অহংবোধ নিয়ন্ত্রণে রেখে পরিস্থিতির সঙ্গে মানিয়ে ব্যাট করাই প্রধান নীতি। তিনি বলেন, তাঁর কখও অহংবোধ ছিল না।
অন্য কেউ ভালো পারফরম্যান্স দেখালে তাঁকে ম্লান করে দেওয়ার চেষ্টা করেননি, দাবি বিরাট কোহলির
বিরাট কোহলি আরও বলেছেন, ‘ব্যাটিং বিষয়টি কখনও অহংবোধের সঙ্গে সম্পর্কিত নয়। আমি কখনও কাউকে ম্লান করে দেওয়ার চেষ্টা করিনি। আমি সবসময় ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেছি। এটি নিয়ে আমি সবসময় গর্বিত। আমি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে চাই।’ বিরাট আরও বলেন, 'আমি ফর্মে থাকলে স্বাভাবিকভাবেই দায়িত্ব নেওয়ার উদ্যোগ নিতাম। অন্য কেউ ভালো খেললে সেও এমনটি করবে।'
আইপিএল-এর প্রথম মরসুম থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট কোহলি
বিরাট কোহলি আইপিএল-এ সবচেয়ে বেশি শতরান ও রান করা খেলোয়াড়। ২৫৬ ম্যাচে আটটি শতরান-সহ ৮,১৬৮ রান করেছেন। বিরাট বলেছেন, তিনি ২০১১ সাল থেকে এই ফর্ম্যাটের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছেন। নিজের আইপিএল যাত্রা নিয়ে বিরাট বলেন, 'রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল যাত্রা শুরু। প্রথম তিন বছরে টপ অর্ডারে ব্যাটিং করার সুযোগ পাইনি। সেই সময় আমি আইপিএল-এ তেমন সাফল্য পাইনি। ২০১০ সাল থেকে আমি ভালো করতে শুরু করি। এরপর ২০১১ সাল থেকে আমি নিয়মিত তৃতীয় স্থানে ব্যাটিংয়ে আসি। তখন থেকে আমি ধারাবাহিকভাবে ভালো খেলেছি। লিগে ১৮ বছর কাটানোর ফলে সবচেয়ে সংক্ষিপ্ত ফর্ম্যাটের ক্রিকেটে নিজের দক্ষতা উন্নত করেছি।'
১৮ বছর ধরে আইপিএল-এর চ্যালেঞ্জ নিয়ে চলেছেন, উন্নতি করছেন বিরাট কোহলি
বিরাট কোহলি বলেন, 'আইপিএল-এ বিভিন্ন চ্যালেঞ্জ থাকে। এই লিগের গঠন ভিন্ন হওয়ার কারণে আইপিএল আপনাকে বিশেষভাবে চ্যালেঞ্জ করে। এটা ছোট দ্বিপাক্ষিক সিরিজের মতো নয়, এটা কয়েক সপ্তাহ ধরে চলে। পয়েন্ট টেবিলে আপনার অবস্থান পরিবর্তিত হতে থাকে। ক্রমাগত পরিবর্তনশীল দৃশ্যের সঙ্গে বিভিন্ন ধরনের চাপ আসে। টুর্নামেন্টগুলি অন্য ফরম্যাটের চেয়ে মানসিকভাবে ও প্রতিযোগিতামূলকভাবে নিজেকে এগিয়ে নিতে চ্যালেঞ্জ করে। এটা আমাকে টি-টোয়েন্টি দক্ষতা উন্নত করতে উৎসাহিত করেছে।'

