সংক্ষিপ্ত
SRH vs RR: রবিবার আইপিএল ২০২৫-এর দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস। এই ম্যাচে রাজস্থান রয়্যালসের বোলাররা একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না।
Jofra Archer SRH vs RR: রবিবার আইপিএল-এর (IPL 2025) কোনও ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার নজির গড়লেন ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার (Jofra Archer)। তিনি ৪ ওভার বোলিং করে ৭৬ রান দিলেন। কোনও উইকেট পাননি এই পেসার। এদিন হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। প্রথম একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন। তিনি পরে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন। মাঠের বাইরে বসে দলের দুরবস্থা দেখতে হয় সঞ্জুকে। তাঁর দলের সব বোলারই প্রচুর রান দেন। কিন্তু আর্চারের মতো এত রান কেউই দেননি।
মোহিত শর্মাকে ছাপিয়ে গেলেন আর্চার
এতদিন আইপিএল-এ কোনও ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার নজির ছিল মোহিত শর্মার (Mohit Sharma)। ২০২৪ সালের আইপিএল-এ গুজরাট টাইটানসের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭৩ রান দেন মোহিত। রবিবার তাঁর এই লজ্জাজনক রেকর্ড ছাপিয়ে গেলেন আর্চার। তিনি ২০২৩ সালের পর এবারই প্রথম আইপিএল-এ খেলছেন। এবারের আইপিএল-এর নিলামে ইংল্যান্ডের এই পেসারকে ১২.৫০ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। কিন্তু প্রথম ম্যাচেই দলকে ডুবিয়ে দিলেন আর্চার।
আর্চারকে দলে নিয়ে হতাশ রাজস্থান রয়্যালস
২০২১ সালে শেষবার রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল-এ খেলেছিলেন আর্চার। এবার তিনি পুরনো দলে ফিরেছেন। কিন্তু রবিবার প্রথম ম্যাচেই জঘন্য বোলিং করলেন এই পেসার। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ওভারেই ২৩ রান দেন আর্চার। তাঁর এই ওভারে ৪টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি মারেন ট্রেভিস হেড। এরপর ১১-তম ওভারে ফের বোলিং করতে গিয়ে ১২ রান দেন আর্চার। তাঁর তৃতীয় ওভারে ৩টি ওভার-বাউন্ডারি মারেন ঈশান কিষান। এই ওভারে হয় ২২ রান। এরপর ১৮-তম ওভারে ফের বোলিং করতে যান আর্চার। এই ওভারে তিনি ১৯ রান দেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।