ঈশান, সূর্যকুমারকে সুযোগের অপেক্ষায় থাকতে হবে, বললেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারত, রবিবার তিরুঅনন্তপুরমে নিয়মরক্ষার ম্যাচ। ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর |
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারত। রবিবার তিরুঅনন্তপুরমে নিয়মরক্ষার ম্যাচ। এই ম্যাচ জিতলে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে পারবে ভারত। সেই লক্ষ্যেই মাঠে নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এই সিরিজে এখনও পর্যন্ত খেলার সুযোগ পাননি টি-২০ ফর্ম্যাটে এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব। বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই ম্যাচে দ্রুততম দ্বিশতরান করা ঈশান কিষানও শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ২ ওডিআই ম্যাচে খেলার সুযোগ পাননি। তাঁরা কি রবিবার খেলার সুযোগ পাবেন? ম্যাচের আগের দিন এই প্রশ্নের স্পষ্ট জবাব দিলেন না ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। তিনি জানালেন, 'ওদের বসে থাকতে বাধ্য করা হয়নি। অন্যরাও ভালো খেলছে। খেলোয়াড় হিসেবে ওদের বুঝতে হবে, ওদের সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ওরা সেই সুযোগ পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওরা কঠোর পরিশ্রম করছে। ওরা যখনই সুযোগ পাবে ভালো পারফরম্যান্স দেখাবে এবং নিজেদের জায়গা ধরে রাখবে।'