KKR vs CSK Live Updates: কলকাতায় ক্রিকেট যুদ্ধ। মুখোমুখি কলকাতা বনাম চেন্নাই (KKR vs CSK)।
KKR vs CSK Live Updates: আইপিএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার, কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস (Kolkata Knight Riders vs Chennai Super Kings)।
সেই ম্যাচেই টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। প্রসঙ্গত, এই ম্যাচে নামার আগে কলকাতা পয়েন্টস টেবিলের ৬ নম্বরে দাঁড়িয়ে আছে। আপাতত তাদের সংগ্রহে ১১ পয়েন্ট (kolkata knight riders vs chennai super kings match scorecard)।
আর চেন্নাইয়ের কোনও আশাই নেই। কারণ, সবার শেষে। প্লে-অফের লড়াইতে টিকে থাকতে গেলে বুধবার জিততেই হবে কলকাতাকে। এদিকে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে কেকেআর। স্বস্তবই, তারা অনেকটাই এগিয়ে থেকেই শুরু করবে (kolkata knight riders vs chennai super kings players)।
তার মধ্যে আবার ঘরের মাঠে ম্যাচ এবং বিপুল জনসমর্থন। যা নাইটদেরকে বাড়তি তাতিয়ে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অতএব, এদিনের ম্যাচে অবশ্যই নাইট ব্রিগেডের রহমানউল্লাহ গুরবাজ, সুনীল নারিন, অধিনায়ক অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার এবং বরুণ চক্রবর্তীর দিকে নজর রাখতেই হবে (kkr vs csk 2025)।
অপরদিকে, চলতি প্রতিযোগিতায় খুবই খারাপ পারফর্ম করেছে সিএসকে। এমনকি, নিজেদের শেষ ম্যাচেও পরাজিত হয়েছে চেন্নাই। তবে এদিনের ম্যাচে অবশ্যই স্যাম কুরান, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি, খলিল আহমেদ এবং মাথিশা পাথিরানার দিকে চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের।
দুটি দলের প্রথম একাদশে কারা রয়েছেন?
কলকাতা নাইট রাইডার্সঃ রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার-ব্যাটার) সুনীল নারিন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), অঙ্গকৃশ রঘুবংশী, মনীশ পান্ডে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, মইন আলী, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা
ইমপ্যাক্ট সাবঃ হর্ষিত রানা, লভনিথ সিসোদিয়া, অনুকূল রায়, আনরিক নর্টজে, মায়াঙ্ক মারকান্ডে
চেন্নাই সুপার কিংসঃ আয়ুষ মাথরে, উর্ভিল প্যাটেল, ডেভন কনওয়ে, রবীন্দ্র জাদেজা, ডিওয়াল্ড ব্রেভিস, রবিচন্দ্রন অশ্বিন, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার), আনশুল কাম্বোজ, নূর আহমেদ, খলিল আহমেদ, মাথিশা পাথিরানা
ইমপ্যাক্ট সাবঃ শিবম দুবে, কমলেশ নাগারকোটি, রামকৃষ্ণ ঘোষ, জেমিয়ে ওভারটন, দীপক হুডা
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
