সংক্ষিপ্ত
আন্তর্জাতিক টি-২০ ম্যাচে কি আর খেলার সুযোগ পাবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা? অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের ব্যর্থতার পর থেকেই এই জল্পনা চলছে।
অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের পরেই বিসিসিআই কর্তারা ইঙ্গিত দেন, ভবিষ্যতে সিনিয়র ক্রিকেটারদের আর টি-২০ দলে সুযোগ দেওয়া হবে না। এবার সে ব্যাপারেই নিজের মত জানালেন ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। তিনি বিরাট কোহলি, রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটারদের টি-২০ দল থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা উল্লেখ করেছেন শাস্ত্রী। তিনি বলেছেন, ‘সচিন, রাহুল, সৌরভ, লক্ষ্মণ যে পরিস্থিতিতে ছিল, এখন বিরাট ও রোহিত সেই একই জায়গায় আছে। ফলে ওরা প্রাক্তন ক্রিকেটারদের দেখে সিদ্ধান্ত নিতে পারে। বিরাট ও রোহিত যদি নিজেদের টি-২০ দল থেকে সরিয়ে না নেয়, তাহলে ওদের ফর্মের উপরেই দলে থাকা নির্ভর করবে। এক বছর লম্বা সময়। সেই সময় (পরবর্তী টি-২০ বিশ্বকাপ) সেরা ফর্মে থাকা ক্রিকেটারদেরই দলে নেওয়া হবে। একইসঙ্গে অবশ্য অভিজ্ঞতা, ফিটনেসও বিচার করা হবে।’
শাস্ত্রী আরও বলেছেন, 'রোহিত, বিরাটের মতো ক্রিকেটারদের দক্ষতা প্রমাণিত। ওরা কেমন খেলে সেটা আমরা সবাই জানি। আইপিএল-এ যে তরুণ ক্রিকেটারা ভালো পারফরম্যান্স দেখিয়েছে, তাদের জাতীয় দলে সুযোগ দেওয়ার পক্ষে আমি। ওরা যাতে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পায় এবং নিজেদের প্রমাণ করতে পারে, তার জন্য টি-২০ দলে সুযোগ দেওয়া হোক। বিরাট ও রোহিতকে ওডিআই, টেস্ট দলে রাখা হোক। অভিজ্ঞ ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটে খেলার সুযোগ দেওয়া হোক। বিরাট, রোহিত যদি টি-২০ ম্যাচ না খেলে, তাহলে তরতাজা অবস্থায় ওডিআই, টেস্ট ম্যাচ খেলতে পারবে।'
এবারের আইপিএল-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখানো যশস্বী জয়সোয়াল, জিতেশ শর্মা, তিলক ভার্মা, রিঙ্কু সিংদের টি-২০ ফর্ম্যাটে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করেছেন শাস্ত্রী। তিনি বলেছেন, ‘আইপিএল-এর ভারতীয় দল প্রথম টি-২০ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই সিরিজে এই তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হোক। এখন থেকেই এই তরুণদের তৈরি হওয়ার সুযোগ দেওয়া উচিত নির্বাচকদের। এক বছর দীর্ঘ সময়। খেলোয়াড়রা ফর্মে থাকতে পারে আবার ফর্ম হারিয়েও যেতে পারে। টি-২০ বিশ্বকাপের সময় সেরা ফর্মে থাকা ক্রিকেটারদেরই সুযোগ দেওযয়া হবে। তারপর অভিজ্ঞতা ও ফিটনেসকে গুরুত্ব দেওয়া হবে। কে এই মুহূর্তে ভালো ফর্মে আছে, কে ধারাবাহিকতা দেখাচ্ছে, কে রান পাচ্ছে এবং কোথায় রান পেয়েছে, সেসবই বিবেচ্য হবে। কোনও ব্যাটার যদি আইপিএল-এ ৩ বা ৪ নম্বরে ব্যাটিং করে, তাহলে তাকে জাতীয় দলের হয়ে ৬ নম্বরে বা ওপেনিংয়ে খেলতে বললে হবে না। আমি চাই ব্যাটিং অর্ডারে ডান হাতি-বাঁ হাতি কম্বিনেশন থাকুক। আমি চাই ভারতীয় দলে বাঁ হাতি ব্যাটারের মতো বাঁ হাতি বোলারও থাকুক।’
আরও পড়ুন-
IPL 2023: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সহজ জয়, প্লে-অফে গুজরাট টাইটানস
আর সফট সিগন্যাল দেবেন না আম্পায়াররা, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বড় সিদ্ধান্ত
IPL 2023: ৫৯ রানে অলআউট রাজস্থান রয়্যালস, ১১২ রানে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর