RCB vs DC Live Updates: এমএ চিন্নাস্বামী স্টেডিয়ামে, মুখোমুখি বেঙ্গালুরু বনাম দিল্লী (RCB vs DC)। 

RCB vs DC Live Updates: আইপিএল-এর (IPL 2025 ) মঞ্চে অন্যতম হাইভোল্টেজ ম্যাচে বৃহস্পতিবার, বেঙ্গালুরুর এমএ চিন্নাস্বামী স্টেডিয়ামে, মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লী ক্যাপিটালস (Royal Challengers Bangalore vs Delhi Capitals)।

Scroll to load tweet…

সেই ম্যাচেই আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলতে সক্ষম হল বেঙ্গালুরু। এদিন টসে জিতে বোলিং নেয় দিল্লী। সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা খেলা শুরু হতেই বোঝা যায়। যদিও ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়নি বেঙ্গালুরুর। ওপেনার ফিল সল্ট ১৭ বলে ৩৭ রানের বেশ ভালো ইনিংস উপহার দেন। অন্যদিকে, কোহলি করেন ২২ রান। কিন্তু দেবদূত পাডিক্কাল এদিন চূড়ান্ত ব্যর্থ। মাত্র ১ রান তাঁর ঝুলিতে (IPL 2025 live score)। 

অধিনায়ক রজত পাতিদার কিছুটা চেষ্টা করেন। তাঁর সংগ্রহে ২৫ রান। তবে লিভিংস্টোন খুব একটা সুবিধা করতে পারেননি। তিনি মাত্র ৪ রানে প্যাভিলিয়নে ফিরে যান। এছাড়া জীতেশ শর্মা করেন ৩ রান এবং ক্রুনাল পান্ডিয়া করেন ১৮ রান। তবে শেষদিকে নেমে টিম ডেভিড বেশ ভালো লড়াই করেন। খেলেন ২০ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। সেই সুবাদেই বেঙ্গালুরু কিছুটা সুবিধাজনক জায়গায় পৌঁছয়। ডেভিড ইনিংসের শেষ অবধি অপরাজিত ছিলেন (RCB vs DC Live score)। 

শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে দিন দিল্লীর বোলিং-এর প্রশংসা করতেই হয়। দরকারি সময়ে বোলাররা উইকেট নিয়েছে এবং রান আটকেছে। দিল্লীর হয়ে ২টি করে উইকেট পেয়েছেন কুলদীপ যাদব এবং ভিপরাজ নিগম। ১টি উইকেট পেয়েছেন মুকেশ কুমার (RCB vs DC live update)। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।