সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হয়ে অসাধারণ সাফল্য পেয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার গ্যারি কার্স্টেন। তিনি ২০১১ সালে ওডিআই বিশ্বকাপজয়ী দলে ছিলেন। কিন্তু পাকিস্তানে গিয়ে সাফল্য পাচ্ছেন না কার্স্টেন।

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে গ্যারি কার্স্টেনের উদ্বেগকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছেন না পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। তিনি ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসের মতো প্রাক্তন পেসারদের কথা উল্লেখ করে দাবি করেছেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলে কিছু হয় না। সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের প্রধান কোচ কার্স্টেন বলেছিলেন, 'বিশ্বের অন্য সব ফাস্ট বোলারের তুলনায় তিন গুন বেশি বোলিং করেছে শাহিন। আমি এ কথা জানতে পেরে আঁতকে উঠেছি। ওর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে নজর দিতে হবে।' পাল্টা আফ্রিদি দাবি করেছেন, ‘আমাদের অতীতের কিংবদন্তি বোলারদের দিকে যদি তাকাই, তাহলে দেখব ওয়াসিম ভাই, ওয়াকার ভাইদের কোনওদিন ওয়ার্কলোড সংক্রান্ত সমস্যা হয়নি। তাঁরা এসব নিয়ে কিছু ভাবতেনই না।’

পাকিস্তানের জাতীয় দলে দ্বন্দ্ব?

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে বাদ পড়েন আফ্রিদি। তবে আগামী মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পাকিস্তান দলে ফিরতে পারেন এই পেসার। তিনি কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স কাপে প্যান্থার ও লায়ন্সের ম্যাচে খেলছিলেন। সেই ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন কার্স্টেন। সেই সময়ই তিনি আফ্রিদির ওয়ার্কলোড নিয়ে মন্তব্য করেন। কিন্তু কোচের এই মন্তব্য ভালোভাবে নেননি আফ্রিদি। তাঁর দাবি, সব খেলোয়াড়েরই ফিটনেস ও মানসিকতা আলাদা। একজন খেলোয়াড় ক্রিকেট কতটা উপভোগ করছেন, তার উপরেও অনেককিছু নির্ভর করে।

ওয়ার্কলোড নিতে ভাবতে নারাজ আফ্রিদি

ওয়ার্কলোড প্রসঙ্গে আফ্রিদি আরও বলেছেন, ‘আমরা গত কয়েক বছর ধরে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের উপর কেন এত জোর দিচ্ছি জানি না। কেউ অলস হলে ভালো পারফরম্যান্স দেখাতে পারে না। পারফর্ম করতে হলে মানসিকভাবে সুস্থ ও শক্তিশালী হতে হয়। শরীর না চললে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে সাহায্য নিতে হয়। আমাদের খুব বেশি ওয়ার্কলোড নেই।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Pakistan Cricket: শাহিন আফ্রিদি-বাবর আজমের দ্বন্দ্ব, জরুরি বৈঠকে পিসিবি

Pakistan Cricket Team: 'বুঝতে পারছেন না কী করবেন, দলে ঐক্য নেই,' পাক সাংবাদিকের নিশানায় শাহিন আফ্রিদি, ভাইরাল ভিডিও

Arshdeep Singh: শেষ ওভারে আর্শদীপ সিংয়ের দুরন্ত বোলিং, শাহিন আফ্রিদিকে কটাক্ষ পাঞ্জাব কিংসের