চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে আরসিবির বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জন সমর্থকের মৃত্যু এবং ৩৩ জন আহত। আরসিবি এবং কেএসসিএ মৃতদের পরিবার প্রতি ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে।
বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জন আরসিবি সমর্থকের। আহত হন ৩৩ জন। এই ঘটনা থেকে আগেই দূরত্ব তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিজয় উৎসবের উদ্যোক্তা আরসিবি কর্তৃপক্ষ প্রয় ৬ ঘন্টা পর সমাজমাধ্যমে বিবৃতি দিয়েছেন। কোহলি লিখেছেন, ভাষা খুঁজে পাচ্ছি না। অত্যন্ত হৃদয় বিদারক।
আরসিবির বিবৃতিতে বলা হয়েছে, বিকেলে দলের ফেরা উপলক্ষে বিশাল জনসমাগম হয়েছিল বেঙ্গালুরু জুড়ে। আমরা সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে জানতে পেরেছি, সেই জমায়েতে মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় আমরা গভীর ভাবে মর্মাহত। সকলের নিরাপত্তা এবং সুস্থতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরসিবি কর্তৃপক্ষ মর্মান্তিক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি আমরা। তাঁরা আরও লেখেন, ঘটনার কথা জানার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত কর্মসূচি পরিবর্তন করেছি। স্থানীয় প্রশাসনের নির্দেশ এবং পরামর্শ মতো পদক্ষেপ করেছি। আমাদের সব সমর্থককে নিরাপদে থাকার অনুরোধ করছি।
আরসিবি দুঃখপ্রকাশ করলেও অনুষ্ঠানের আয়োজক কর্নাটকের ক্রিকেট সংস্থা মৃতদের পরিবার প্রতি ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, প্রিয়জনকে হারানো পরিবারগুলোর জন্য আরসিবি এবং কেএসসিএ যৌথ ভাবে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। আমাদের আশা, শোকের সময় এই পদক্ষেপ তাঁদের জন্য কিছুটা সহায়ক হবে। তাঁরা হয়তো কিছুটা সান্ত্বনা পাবেন। এই ক্ষতিপূরণ কখনও মানুষের জীবনের মূল্য নির্ধারণ করতে পারে না। তেমন উদ্দেশ্যও নেই আমাদের। এই কঠিন সমে আমরা শুধু পরিবারগুলোর পাশে থাকতে চাইছি। আশা করি আমাদের অবস্থা সকলে বুঝতে পারবে।
প্রসঙ্গত, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের (M Chinnaswamy Stadium) বাইরে বুধবার বিকেলে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত ৪৭ জন আহত হয়েছেন। এদিনই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) দল আইপিএল (IPL 2025) ট্রফি নিয়ে আমেদাবাদ থেকে বেঙ্গালুরুতে পৌঁছন। যানজটের আশঙ্কায় খোলা বাসে ভিকট্রি প্যারেডের অনুমতি দেয়নি বেঙ্গালুরু পুলিশ (Bengaluru Police)। তবে বিমানবন্দর থেকে বিধানসভা হয়ে স্টেডিয়ামে পৌঁছন ক্রিকেটাররা। স্টেডিয়ামে তাঁদের সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তার আগেই মর্মান্তিক ঘটনা ঘটে যায়। স্টেডিয়ামে ঢোকার জন্য হুড়োহুড়িতে বহু মানুষ পদপিষ্ট হন।

