T20 World Cup 2026: ভারতকে চাপে ফেলার জন্য নতুন কৌশল অবলম্বন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রসঙ্গত, বাংলাদেশকে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর, পাকিস্তানও এবার বয়কটের হুঁশিয়ারি দিচ্ছে (t20 cricket world cup 2026 schedule)।
T20 World Cup 2026: ক্রিকেটের বাইরে শুধুই যেন পাকিস্তানের মাথায় বদমাইশি ঘুরছে (india vs pakistan t20 world cup 2026)। এবার ভারতকে চাপে ফেলার জন্য নতুন কৌশল অবলম্বন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রসঙ্গত, বাংলাদেশকে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর, পাকিস্তানও এবার বয়কটের হুঁশিয়ারি দিচ্ছে (t20 cricket world cup 2026 schedule)।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সঙ্গে বৈঠকে বসবেন মহসিন নকভি
তার মধ্যেই অবশ্য তারা দল ঘোষণা করেছে। তবে এখন জানা যাচ্ছে যে, গোটা বিশ্বকাপ নয়! শুধুমাত্র ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার পরিকল্পনা করছেন মহসিন নকভিরা। পাকিস্তানের একটি সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা যাচ্ছে। জানা যাচ্ছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সঙ্গে বৈঠকে বসবেন মহসিন নকভি। সেখানেই নাকি প্রধানমন্ত্রীকে এই প্রস্তাব দিতে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নকভি।
সেই প্রস্তাবে শাহবাজ় রাজি হয়ে গেলে, আইসিসি-কে নিজেদের দাবি স্পষ্ট করে জানিয়ে দেবে পাকিস্তান। প্রসঙ্গত, বাংলাদেশকে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর মহসিন নকভি প্রথমে বলেন যে, পাকিস্তানও যখন তখন এই প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে পারে। এই প্রসঙ্গে শনিবার তিনি জানান, “আমরা আসন্ন বিশ্বকাপে খেলব কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেশের সরকার নেবে। প্রধানমন্ত্রী আপাতত এখন দেশের বাইরে আছেন। উনি ফিরলে আমরা ওনার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব। আর দেশের সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। যদি উনি খেলতে নিষেধ করেন, তাহলে আমরা কখনোই খেলব না। সেক্ষেত্রে আইসিসি-কে আরও একটি দলকে অনুরোধ জানাতে হবে।”
শুধুমাত্র ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট?
এখন কথা হচ্ছে যে, পাকিস্তান খুব ভালোমতোই জানে যে, টি-২০ বিশ্বকাপ বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। এমনকি, পাকিস্তান ক্রিকেট দলকে পত্রপাট নির্বাসিত করতে পারে আইসিসি। যার ফলে, আর্থিক ক্ষতির পাশাপাশি পরবর্তী সময়ে, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ় খেলতে রাজি নাও হতে পারে একাধিক দল। ভবিষ্যতে পাকিস্তানে কোনও আইসিসি প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রেও সমস্যা হতে পারে।
তাই সেইজন্যই শুধুমাত্র ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কথা ভাবছে তারা। যদি পাকিস্তান ভারত ছাড়া বাকি সব দেশের বিরুদ্ধে মাঠে নামে, তাহলে গ্রুপ পর্বে সেই ম্যাচ থেকে ২ পয়েন্ট পাবে ভারত। কিন্তু সেটা হলেও পাকিস্তানের পক্ষে সেটা খুব একটা বেশি চিন্তার কারণ নয়।
কারণ, গ্রুপের বাকি তিনটি দেশ হল নামিবিয়া, আমেরিকা এবং নেদারল্যান্ডস। ফলে, বাকি তিনটি ম্যাচ জিতলেই তারা নক আউটে পৌঁছে যাবে। সেই কারণেই কি এই কৌশল নিতে পারে পাকিস্তান? তুঙ্গে জল্পনা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

