Virat Kohli : পরপর ২ ওডিআই ম্যাচে শতরান বিরাটের, দেশের মাটিতে ২০ শতরান কোহলির

বাংলাদেশের পর শ্রীলঙ্কা, ফের ওডিআই ম্যাচে শতরান করলেন বিরাট কোহলি। গত বছরের শেষটা যেখানে করেছিলেন, নতুন বছরের শুরুটা ঠিক সেখান থেকেই করলেন বিরাট। । শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচেও ১১৩ রানই করলেন তিনি।

/ Updated: Jan 11 2023, 12:13 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বাংলাদেশের পর শ্রীলঙ্কা, ফের ওডিআই ম্যাচে শতরান করলেন বিরাট কোহলি। গত বছরের শেষটা যেখানে করেছিলেন, নতুন বছরের শুরুটা ঠিক সেখান থেকেই করলেন বিরাট। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে তিনি করেছিলেন ১১৩ রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচেও ১১৩ রানই করলেন তিনি। বিরাটের এই অসাধারণই ইনিংস দেখে দর্শকরা উচ্ছ্বসিত। 

পরপর ২ ম্যাচে শতরান করার পাশাপাশি একাধিক নজিরও গড়লেন বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ম্যাচে ৯টি শতরান হয়ে গেল বিরাটের। দেশের মাটিতে ওডিআই ফর্ম্যাটে ৯৯ ইনিংস খেলে তিনি ২০-তম শতরান করলেন। কোনও একটি দেশে সবচেয়ে কম ইনিংস খেলে সবচেয়ে বেশি শতরান করা ব্যাটারদের তালিকার শীর্ষে বিরাট। কিংবদন্তি সচিন তেন্ডুলকর দেশের মাটিতে ওডিআই ফর্ম্যাটে ১৬০ ইনিংস খেলে ২০টি শতরান করেন। 

শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচে ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৮০ বলে শতরান পূর্ণ করেন বিরাট। তিনি ৮৭ বলে ১১৩ রান করে আউট হয়ে যান। বিরাটের ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি।

Read more Articles on