শুক্রবার, দক্ষিণ আফ্রিকার কেবেরহায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ড্রেপার। 

প্রয়াত হলেন বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার রন ড্রেপার। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।

শুক্রবার, দক্ষিণ আফ্রিকার কেবেরহায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ড্রেপার। তাঁর জামাই নিল টমসন এই মৃত্যুর খবর ঘোষণা করেছেন।

নিজের ক্রিকেটজীবনে টপ অর্ডার ব্যাটার এবং আংশিক সময়ের উইকেটকিপার ছিলেন রন। গত ১৯৫০ সালে, অস্ট্রেলিয়ার হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্ট খেলেছিলেন তিনি। তারপর অবশ্য আর সুযোগ পাননি। কিন্তু সেই সিরিজ়‌ে অস্ট্রেলিয়া দলে থাকা নীল হার্ভেই এখন বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার হলেন।

তাঁর বয়স আপাতত ৯৬ বছর। তারও আগে প্রবীণতম টেস্ট ক্রিকেটারদের দুজনই ছিলেন দক্ষিণ আফ্রিকার। ২০১৬ সালে ১০৩ বছর বয়সে মারা যান নর্মান গর্ডন এবং ২০২১ সালে ৯৮ বছর বয়সে মারা যান জন ওয়াটকিন্স। রনও ওয়াটকিন্সের মতো ১০০ বছর পূর্ণ করতে পারলেন না।

গত ১৯২৬ সালের ২৪ ডিসেম্বর, রন ড্রেপারের জন্ম। নিজের ১৯ তম জন্মদিনে ইস্টার্ন প্রভিন্সের হয়ে অরেঞ্জ ফ্রি স্টেটের বিরুদ্ধে শতরান করেছিলেন। গত ১৯৪৯-৫০ মরশুমে সফরকারী অস্ট্রেলিয়ান্স দলের বিরুদ্ধে ৮৬ রান করার পর সিনিয়র দলে সুযোগ পান তিনি।

তবে তিনটি ইনিংসে মাত্র ২৫ রান করেছিলেন। অন্যদিকে, হার্ভে দুটি ম্যাচেই শতরান করেছিলেন। জাতীয় দলে ডাক না পেলেও রন ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন ১৯৫৯-৬০ মরশুম পর্যন্ত এবং ৪১.৬৪ গড় নিয়ে অবসর ঘোষণা করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।