AFC U-23 Asian Cup Qualifiers: মঙ্গলবার, অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ব্রুনেইকে ৬-০ গোলে হারাল ভারতের অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। তবে ভারতকে সরাসরি টুর্নামেন্টের মূল পর্বে সুযোগ পেতে হলে বড় ব্যবধানে ম্যাচ জিততে হত। 

AFC U-23 Asian Cup Qualifiers: অনূর্ধ্ব-২৩ এএফসি এশিয়ান কোয়ালিফায়ারে দুরন্ত জয় ভারতীয় ফুটবল দলের। প্রথমে বাহরিনের বিরুদ্ধে জয়, দ্বিতীয় ম্যাচে কাতারের বিরুদ্ধে লড়ে হার এবং গ্রুপের শেষ ম্যাচে ব্রুনেইকে ৬ গোল দিল ব্লু-টাইগার্সরা। 

ব্রুনেই রক্ষণভাগের অবস্থা তখন যেন তথৈবচ!

মঙ্গলবার, অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ব্রুনেইকে ৬-০ গোলে হারাল ভারতের অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। তবে ভারতকে সরাসরি টুর্নামেন্টের মূল পর্বে সুযোগ পেতে হলে বড় ব্যবধানে ম্যাচ জিততে হত। নওশাদ মুসার ছেলেরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ম্যাচের একেবারে শুরু থেকে সাহিল হরিজনরা লাগাতার আক্রমণ শানাতে থাকেন। ব্রুনেই রক্ষণভাগের অবস্থা তখন যেন তথৈবচ! 

Scroll to load tweet…

পরপর গোল। কার্যত, ব্রুনেইকে গোলের মালা পরাল ভারত। ম্যাচের ৫ মিনিটেই, বিবিনের গোলে ভারত এগিয়ে যায়। এরপর ৭ মিনিটে, ফের তিনি গোল করেন। এরপর খেলার ৪১ মিনিটে, আয়ুশ ছেত্রী ভারতের হয়ে তৃতীয় গোলটি করেণ। সেই সুবাদে, খেলার প্রথমার্ধই ভারত এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। 

তারপর দ্বিতীয়ার্ধে ফের ভারতের আক্রমণ 

ব্রুনেই রক্ষণ চেষ্টা করেও সেই আক্রমণ ঠেকাতে পারেনি। ম্যাচের ৬২ মিনিটে, ফের গোল করে নিজের হ্যাটট্রিকটি করেন সেই বিবিন। কিন্তু এরপর অনেকক্ষণ কোনও গোল আসেনি। আবার খেলার অতিরিক্ত সময়ে, ভারতের হয়ে দুটি বিশ্বমানের গোল করেন মহম্মদ এইমেন। শেষপর্যন্ত, খেলা শেষ হয় ৬-০ ব্যবধান নিয়ে। 

নিঃসন্দেহে অনূর্ধ্ব-২৩ এএফসি এশিয়ান কোয়ালিফায়ারে দুরন্ত জয় ভারতীয় ফুটবল দলের। প্রথমে বাহরিনের বিরুদ্ধে জয়, দ্বিতীয় ম্যাচে কাতারের বিরুদ্ধে লড়ে হার এবং গ্রুপের শেষ ম্যাচে ব্রুনেইকে ৬ গোল দিল ব্লু-টাইগার্সরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।