সংক্ষিপ্ত

ইউরোপে নতুন মরসুমের খেলা এখনও শুরু হয়নি। তবে বিভিন্ন দল প্রি-সিজন ট্রেনিং শুরু করে দিয়েছে। প্রি-সিজন ফ্রেন্ডলি ম্যাচও খেলছে বিভিন্ন ক্লাব।

ফুটবল ম্যাচে ২ অঙ্কের গোল বিরল। প্রি-সিজন ফ্রেন্ডলি ম্যাচে রট্যাক-ইগার্নের বিরুদ্ধে সেটাই করে দেখাল বায়ার্ন মিউনিখ। টমাস তুচেলের দল জিতল ২৭-০। একাই ৫ গোল করেন জামাল মুসিয়ালা। ৫ গোল করলেন ম্যাথিস টেলও। ৫ গোল করলেন মার্সেল স্যাবিৎজার। ৩ গোল করলেন সার্জ গ্যানবারি। এছাড়া গোল করেন লিরয় সানে, আলফন্সো ডেভিস, কনরাড লেইমার, নুসেইর মাজরাউই, দায়ত উপামেচানো, সাদিও মানে, রাফায়েল গুরেইরো, রায়ান গ্র্যাভেনবার্ক ও কিংসলে কোম্যান। প্রথমার্ধের শেষে ১৮-০ এগিয়েছিল বায়ার্ন মিউনিখ। এরপর দ্বিতীয়ার্ধে আরও ৯ গোল হয়। প্রথমার্ধেই ৫ গোল করে ফেলেন মুসিয়ালা। গ্যানবারিও প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন। টেলও প্রথমার্ধেই ৫ গোল করে ফেলেন। দ্বিতীয়ার্ধে ৫ গোল করেন স্যাবিৎজার। দল বড় ব্যবধানে জিতলেও, মাত্র ১ গোল করলেন লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া মানে। তিনি লিভারপুলে খেলার সময় দলের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন। কিন্তু বায়ার্নে সেরা নন। ফলে চাপে আছেন মানে। তিনি দল ছাড়তে পারেন বলে জল্পনা চলছে।

প্রি-সিজন ফ্রেন্ডলিতে যে দলকে ২৭ গোল দিল বায়ার্ন মিউনিখ, সেটি জার্মানির নবম ডিভিশনের দল। এই দলের বিরুদ্ধেও অবশ্য বিন্দুমাত্র হাল্কা মেজাজে ছিল না জার্মানির চ্যাম্পিয়ন দল। মরসুমের প্রথম প্রি-সিজন ফ্রেন্ডলি হওয়ায় সেরা প্রথম একাদশই নামিয়েছিলেন বায়ার্নের কোচ তুচেল। এই ম্যাচ দেখে বায়ার্নের সমর্থকরা খুশি। এই ফ্রেন্ডলি ম্যাচে টিকিটের দাম রাখা হয়েছিল ১০ ইউরো করে। ম্যাচের ৩ মিনিটেই প্রথম গোল করেন মুসিয়ালা। ৫ মিনিটে ব্যবধান বাড়ান গ্যানবারি। ৮ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন ডেভিস। ১২ মিনিটে ফের গোল করেন গ্যানবারি। ১৩ মিনিটে ব্যবধান বাড়ান মুসিয়ালা। ২০ মিনিটে গোল করেন লেইমার। ২২, ২৬ ও ২৮ মিনিটে গোল করেন টেল। ২৮ মিনিটেই গোল করেন মাজরাউই। ৩১ মিনিটে গোল করেন উপামেচানো।৩৭, ৪২ ও ৪৫ মিনিটে গোল করেন মুসিয়ালা। ৪৩ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন গ্যানবারি। ৩৫ মিনিটে গোল করেন সানে। ৩৪ ও ৪১ মিনিটে গোল করেন টেল।

 

 

স্যাবিৎজার গোল করেন ৫০, ৬৪, ৬৬, ৭১ ও ৭২ মিনিটে। ৭৪ মিনিটে গোল করেন গুরেইরো। ৮৪ মিনিটে গোল করেন গ্র্যাভেনবার্ক। ৮৬ মিনিটে গোল করেন কোম্যান। ৯০ মিনিটে গোল করেন মানে। তিনিই ম্যাচের শেষ গোল করেন।

আরও পড়ুন-

শুক্রবার প্রথম ম্যাচ খেলবেন, ইন্টার মায়ামির অনুশীলনে নেমে পড়লেন মেসি

কেরালা ব্লাস্টার্সে যোগ দিতে চললেন প্রবীর, চোখের জলে বিদায় মায়ের, আবেগপ্রবণ গীতশ্রীও

Lionel Messi: সিগনাল ভেঙে সোজা চলে গেল গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন লিওনেল মেসি, দেখুন ভিডিও