Bengal Women's Football: সাত গোল দিল বাংলার প্রমীলা বাহিনী। এই ম্যাচে হ্যাটট্রিক করলেন বঙ্গ তনয়া সুলঞ্জনা রাউল। 

Bengal Women's Football: দুর্দান্ত ফুটবল। বড় জয় দিয়ে জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করল বাংলার মহিলা ফুটবল দল (bengal vs meghalaya live)। প্রথম ম্যাচে শনিবার, তাদের প্রতিপক্ষ ছিল মেঘালয় (bengal vs meghalaya live score)। 

৭-০ গোলে জয় পেল বাংলা

সেই দলের বিরুদ্ধে সাত গোল দিল বাংলার প্রমীলা বাহিনী। এই ম্যাচে হ্যাটট্রিক করলেন বঙ্গ তনয়া সুলঞ্জনা রাউল। বাংলার দাপুটে ফুটবলের সামনে কার্যত, উবে গেল মেঘালয়ের ফুটবলশৈলী। শেষপর্যন্ত, ৭-০ গোলে জয় পেল বাংলা।

কৃষ্ণনগরের রায় মেমোরিয়াল ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে শনিবার, শুরু থেকেই দুরন্ত ফুটবল উপহার দিতে শুরু করেন বাংলার মেয়েরা। তাদের আক্রমণের চাপে রীতিমতো দিশেহারা দেখায় মেঘালয়ের রক্ষণভাগের ফুটবলারদের। 

View post on Instagram

মেঘালয়ের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে গোল করে যান তিনি

তবে তারা কিছুটা ডিফেন্সিভ কৌশল নেয়। কিন্তু তারপরেও গোল খাওয়া আটকাতে পারেনি। বিপক্ষকে নিয়ে যেন পুরো ছেলেখেলা করলেন বাংলার মেয়েরা। খেলার প্রথমেই সুলঞ্জনা রাউলের গোলে লিড নেয় বাংলা। এদিন মেঘালয়ের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে গোল করে যান তিনি। 

তাঁর গোলেই ব্যবধান আরও বাড়ায় বাংলা। বিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানিয়ে সুলঞ্জনার বাঁ-পায়ে নেওয়া জোরালো শট জালে জড়িয়ে যায়। এমনকি, বাঁ-দিকে ঝাঁপিয়েও সেই বল ধরতে পারেননি মেঘালয়ের গোলকিপার।

View post on Instagram

শুধু তাই নয়, দূরপাল্লার শটে বিশ্বমানের গোল করেন সুস্মিতা লেপচা। চতুর্থ গোলটি আসে মৌসুমি মুর্মুর পা থেকে। এছাড়াও গোল করেন রিম্পা হালদার এবং মমতা হাঁসদা। অন্যদিকে, গোলকিপার এবং আরেক ডিফেন্ডারকে বুদ্ধিমতীর মতো কাটিয়ে গোল করে নিজের হ্যাটট্রিকটি সম্পন্ন করেন সুলঞ্জনা। 

এরপর আবার বাংলার ম্যাচ রয়েছে আগামী ৮ সেপ্টেম্বর, রেলওয়েজের বিরুদ্ধে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।