Lionel Messi: ক্লাব ও দেশ মিলিয়ে ৪৫ ট্রফি, নতুন রেকর্ড লিওনেল মেসির
- FB
- TW
- Linkdin
একমাত্র ফুটবলার হিসেবে দেশ ও ক্লাব মিলিয়ে ৪৫টি ট্রফি জয়ের রেকর্ড গড়লেন লিওনেল মেসি
সোমবার কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়াকে ১-০ হারিয়ে চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। দেশকে ফের কোপা আমেরিকা জিতিয়ে নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি।
বার্সেলোনার প্রাক্তন সতীর্থ ড্যানি আলভেজের রেকর্ড ভেঙে দিলেন লিওনেল মেসি
আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে সবচেয়ে বেশি ট্রফি জেতার ক্ষেত্রে ব্রাজিল ও বার্সেলোনার প্রাক্তন রাইট ব্যাক ড্যানি আলভেজের রেকর্ড ভেঙে দিলেন লিওনেল মেসি।
২০২১ সালের কোপা আমেরিকায় আর্জন্টিনার হয়ে প্রথম ট্রফি জেতেন লিওনেল মেসি
গত কোপা আমেরিকা খেতাবই আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির জেতা প্রথম ট্রফি ছিল। এরপর থেকেই তিনি আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছেন।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি রানার্সও হয়েছেন লিওনেল মেসি
লিওনেল মেসির নেতৃত্বে ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা। সেবার অবশ্য জার্মানির কাছে হেরে রানার্স হয় আর্জেন্টিনা। তবে ২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতেন মেসিরা।
২০২১ থেকে ২০২৪, ৩ বছরে দেশের হয়ে ৪ খেতাব জিতে নিয়েছেন লিওনেল মেসি
গত ৩ বছরে ২ বার কোপা আমেরিকা, একবার বিশ্বকাপ জেতার পাশাপাশি আর্জেন্টিনাকে ফিনালিসিমাও জিতিয়েছেন লিওনেল মেসি।
বার্সেলোনার হয়ে দীর্ঘদিন ধরে খেলার পাশাপাশি অসাধারণ সাফল্যও পেয়েছেন লিওনেল মেসি
বার্সেলোনার হয়ে ৪ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ১০ বার লা লিগা জিতেছেন লিওনেল মেসি।
বিশ্বকাপের সেরা ফুটবলার হিসেবে গোল্ডেন বল পুরস্কারও পেয়েছেন লিওনেল মেসি
২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি নিজেও বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার পান লিওনেল মেসি।
ব্যালন ডি'অর জেতার ক্ষেত্রে বাকি সব ফুটবলারকে পিছনে ফেলে দিয়েছেন লিওনেল মেসি
এখনও পর্যন্ত ৮ বার ব্যালন ডি'অর জিতেছেন লিওনেল মেসি। তিনি ৬ বার ইউরোপিয়ান গোল্ডেন বুটও জিতেছেন।