English Premier League: আর্লিং হালান্ডের জোড়া গোলে ম্যাঞ্চেস্টার সিটির বড় জয়। খেলার ৩৪ এবং ৬১ মিনিটে, হালান্ড গোল করেন।
English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুটা বেশ ভালোই করল ম্যাঞ্চেস্টার সিটি। নিঃসন্দেহে দুর্দান্ত ফুটবল (English Premier League)। গত মরশুমের হতাশাজনক পারফরম্যান্সকে ভুলে নতুনভাবে শুরু করল তারা। নোরসিটি উলভসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে জয় পেল সিটি (english premier league 2024 25)।
আর এই ম্যাচে আবারও সুপারস্টার হয়ে উঠলেন আর্লিং হালান্ড
আর্লিং হালান্ডের জোড়া গোলে ম্যাঞ্চেস্টার সিটির বড় জয়। খেলার ৩৪ এবং ৬১ মিনিটে, হালান্ড গোল করেন। এই ম্যাচে নতুন ফুটবলার হিসেবে রেইন্ডার্স এবং রোমেইন শেরকিও ম্যাঞ্চেস্টার সিটির হয়ে গোল পেয়েছেন। তবে উলভস ৩ বার গোল লক্ষ্য করে শট মারলেও কোনটি থেকেই গোল আসেনি।
জয় দিয়ে শুরু করল টটেনহ্যাম হটস্পার এবং ওয়েস্ট হ্যামের হার
প্রিমিয়ার লিগের শুরুটা দুর্দান্ত করল টটেনহ্যামও। বার্নলিকে তারা ৩-০ গোলে হারিয়ে দিয়েছে। ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন জোড়া গোল করেন এবং ব্রেনান জনসনও টটেনহ্যামের হয়ে গোল করেছেন। তবে প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামে হার দিয়ে শুরু করল। সেই ম্যাচে ৩-০ গোলে ওয়েস্ট হ্যাম পরাজিত হয়েছে সান্ডারল্যান্ডের কাছে। দ্বিতীয়ার্ধে কার্যত, ওয়েস্ট হ্যাম ৩ গোল হজম করে।
ওদিকে ফুলহ্যাম-ব্রাইটন ম্যাচ ড্র হয়েছে। এই ম্যাচে দুটি দলই একটি করে গোল করেছে। ম্যাচে এক গোলে পিছিয়ে থাকার পরেও, একেবারে খেলার শেষমুহূর্তে ফুলহ্যাম সমতা ফিরিয়ে আনে। অন্যদিকে, অ্যাস্টন ভিলা বনাম নিউক্যাসল ইউনাইটেড ম্যাচটিও ড্র হয়েছে। দুই দলই কোন গোল করতে পারেনি। এদিকে লক্ষ্যে ৩টি করে শট মারলেও কোনওটি থেকেই গোল আসেনি।
সুপার সানডেতে বড় লড়াই
ইংলিশ প্রিমিয়ার লিগের সুপার সানডেতে রবিবার, নিঃসন্দেহে বড় লড়াই। প্রথম ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে আর্সেনালের। ওল্ড ট্রাফোর্ডে ভারতীয় সময় রাত ৯টায়, ম্যাচটি শুরু হবে। টানা তিনটি মরশুম ধরে হাতছাড়া হওয়া শিরোপা ফিরে পাওয়ার লক্ষ্যে, খেলতে নামবে আর্সেনাল। কার্যত, তারা জয়ের জন্য মরিয়া। গত মরশুমে বড় ধাক্কা খাওয়া ইউনাইটেড এবার ফর্ম ফিরে পাবে বলেই আশা করছেন সমর্থকরা।
এদিকে চেলসিও আজ প্রথম ম্যাচ খেলতে নামবে। সন্ধ্যা ৬.৩০ মিনিটে, ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের। ঠিক একই সময়ে, অন্য ম্যাচে নটিংহ্যাম ফরেস্ট বনাম ব্রেন্টফোর্ড ম্যাচ রয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


