Pakistan Football Team: এবার ফুটবল মাঠে কুকীর্তি করতে গিয়ে ধরা পড়েছে তারা। ভুয়ো ফুটবল দল পাঠানোর অভিযোগে জাপান থেকে ঘাড়ধাক্কা দিয়ে ফেরত পাঠানো হল পাকিস্তানকে।
Pakistan Football Team: পাকিস্তান মানেই যেন দুর্নীতি এবং বিতর্ক (pakistan football team news)। এমনিতেই চলতি এশিয়া কাপে ‘নো হ্যান্ডশেক' বিতর্কে তারা জর্জরিত। তার মধ্যে আবার বিতর্কে জড়াল তারা (fake football team)।
মানব পাচার চক্রের যোগ?
এবার ফুটবল মাঠে কুকীর্তি করতে গিয়ে ধরা পড়েছে তারা। ভুয়ো ফুটবল দল পাঠানোর অভিযোগে জাপান থেকে ঘাড়ধাক্কা দিয়ে ফেরত পাঠানো হল পাকিস্তানকে। এমনকি, তারা যে ভুয়ো নথি দেখিয়েছে, তার সঙ্গে মানব পাচার চক্রের যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
পাকিস্তানের তদন্তকারী সংস্থার কথায়, ২২ জনের একটি দল শিয়ালকোট থেকে বিমানে জাপান পৌঁছয়। কিন্তু সেই দেশের কর্তৃপক্ষ বুঝতে পারে, তাদের সমস্ত নথি আসলে ভুয়ো। দেরি না করে দ্রুত তাদের দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মনে করা হচ্ছে, ফুটবল দলের ছদ্মবেশে মানব পাচার চক্রের পরিকল্পনাও হতে পারে এটি। পাকিস্তানের তদন্তকারী সংস্থা এই বিষয়ে তদন্তে নেমে মালিক ওয়াকাস নামের একজন ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে গুর্জনওয়ালা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে।
কী বলছেন তদন্তকারীরা?
তারা জানাচ্ছেন, “গোল্ডেন ফুটবল ট্রায়াল নামের একটি দলের মাধ্যমে জাপানে ২২ জনকে পাঠায় ওয়াকাস। সেইজন্য প্রত্যেকের থেকে আগাম ৪০ লক্ষ টাকা করে নেন এই অভিযুক্ত। বলা হয়, যাতায়াত বাবদ এই টাকা নেওয়া হয়েছে। তবে জাপানে পৌঁছতেই সমস্ত তথ্য ফাঁস হয়ে যায়। ঐ ২২ জনের পরিচয়পত্র দেখেই সন্দেহ হয় জাপানের আধিকারিকদের। এরপরেই তাদেরকে সতর্ক করে দ্রুত পাকিস্তানে ফেরত পাঠানো হয়।"
অন্যদিকে, পাকিস্তানকেও সতর্ক করেছে জাপান। কিন্তু এতজন একসঙ্গে ভুয়ো পরিচয়পত্র দিয়ে শিয়ালকোট থেকে বিদেশে যাওয়ার ছাড়পত্রই বা পেলেন কী করে? ওয়াকাসের বিরুদ্ধে অবশ্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গেছে। তবে আরও তথ্য পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


