Kylian Mbappé: নিজের দেশের ক্লাব পিএসজি (PSG) ছেড়ে রিয়াল মাদ্রিদে (Real Madrid) যোগ দেওয়ার পর খুব বেশি সাফল্য পাননি কিলিয়ান এমবাপে। এবার ক্লাব বিশ্বকাপে (FIFA Club World Cup 2025) তিনি দলকে ট্রফি জেতাতে মরিয়া।
FIFA Club World Cup 2025: চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে চলেছে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫। সেমি-ফাইনালের চার দল ঠিক হয়ে গিয়েছে। এই টুর্নামেন্টেও ইউরোপের ক্লাবগুলির আধিপত্য দেখা যাচ্ছে। প্রথম সেমি-ফাইনালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেসের (Fluminense FC) মুখোমুখি হচ্ছে এই টুর্নামেন্টে ইংল্যান্ডের দলগুলির মধ্যে এখনও পর্যন্ত একমাত্র টিকে থাকা চেলসি (Chelsea FC)। দ্বিতীয় সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদের (Real Madrid) মুখোমুখি হচ্ছে সদ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) জেতা পিএসজি (PSG)। ইউরোপের তিন ক্লাব বাদে অন্য মহাদেশের একমাত্র ক্লাব ফ্লুমিনেস। ফলে সেমি-ফাইনালে পাল্লা ভারী ইউরোপেরই। এই মহাদেশের অন্তত এক দল নিশ্চিতভাবেই ফাইনালে খেলছে। ব্রাজিল তথা লাতিন আমেরিকার সম্মান এখন ফ্লুমিনেসের উপর নির্ভর করছে। তবে চেলসির বিরুদ্ধে লড়াই সহজ হবে না।
পিএসজি-র বিরুদ্ধে লড়াই এমবাপের
ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদ ও পিএসজি-র লড়াই হলেও, এই ম্যাচ পুরনো ক্লাবের বিরুদ্ধে কিলিয়ান এমবাপের (Kylian Mbappé) হিসেব মিটিয়ে নেওয়ার ম্যাচ। পিএসজি কর্তাদের সঙ্গে অনেক লড়াই করে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপে। সম্প্রতি তিনি অভিযোগ করেছেন, পিএসজি তাঁর বকেয়া অর্থ মেটায়নি। হেনস্থার অভিযোগে পিএসজি-র বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন এমবাপে। নিজের দেশের ক্লাবের বিরুদ্ধে মাঠের বাইরে তাঁর লড়াই চলছে। এবার মাঠেও পুরনো ক্লাবের বিরুদ্ধে লড়াই করার সুযোগ পাচ্ছেন এই ফরাসি তারকা।
বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে অসাধারণ গোল এমবাপের
ভারতীয় সময় অনুযায়ী শনিবার গভীর রাতে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের (Borussia Dortmund) মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ৩-২ জয় পান এমবাপেরা। দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে অসাধারণ গোল করেন ফরাসি তারকা। তাঁর গোলেই জয় পায় রিয়াল মাদ্রিদ। এবার পুরনো দলকে জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছেন এমবাপে। তাঁর জন্যই রিয়াল মাদ্রিদ-পিএসজি ম্যাচের আকর্ষণ অনেক বেড়ে গিয়েছে। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা এই ম্যাচের দিকে তাকিয়ে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


