সংক্ষিপ্ত

মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপের প্রথম সেমি ফাইনাল। ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।

এবারের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ৮ বছর পর ফের আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়াই লিওনেল মেসির লক্ষ্য। এই ম্যাচেই তিনি অনন্য ব্যক্তিগত নজির গড়তে পারেন। এখনও পর্যন্ত বিশ্বকাপে ৩ ম্যাচে নিজে গোল করেছেন এবং একইসঙ্গে সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন মেসি। ২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেন মেসি। সেবার সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিরুদ্ধে ম্যাচে ৬-০ গোলে জেতে আর্জেন্টিনা। সেই ম্যাচে নিজে গোল করার পাশাপাশি গোলের পাস বাড়ান মেসি। এরপর এবারের বিশ্বকাপেই ২ ম্যাচে এই নজির গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। গ্রুপে মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে নিজে গোল করেন এবং সতীর্থকে দিয়ে গোল করান মেসি। এরপর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথমে গোলের ঠিকানা লেখা পাস বাড়ান এবং তারপর নিজে গোল করেন মেসি। চতুর্থবার যদি তিনি এই নজির গড়তে পারেন, তাহলে বিশ্বকাপে রেকর্ড গড়বেন। ১৯৬৬ সাল থেকে এই রেকর্ডের পরিসংখ্যান রাখা শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনও ফুটবলার ৪টি আলাদা ম্যাচে নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করাতে পারেননি। মেসির সামনে সেই রেকর্ড গড়ার সুযোগ রয়েছে।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোল করে আর্জেন্টিনার প্রাক্তন তারকা গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড স্পর্শ করেছেন মেসি। বিশ্বকাপে এখন মেসি ও বাতিস্তুতার গোল সংখ্যা ১০। তাঁরাই বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন। বিশ্বকাপে প্রয়াত প্রাক্তন অধিনায়ক ও কোচ দিয়েগো মারাদোনার গোল সংখ্যা ৮। ২১ ম্যাচে ৮ গোল করেছিলেন মারাদোনা। সেই রেকর্ড আগেই ছাপিয়ে গিয়েছেন মেসি। এবার তিনি বাতিস্তুতাকে টপকে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক গোলের রেকর্ড গড়তে পারেন।

বিশ্বকাপে ৮ ম্যাচে সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন মারাদোনা। এর মধ্যে ১৯৮৬ বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিরুদ্ধে বুরুচাগাকে জয়সূচক গোলের পাস, ১৯৯০ বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে ক্যানিজিয়াকে জয়সূচক গোলের পাস দেওয়া আছে। মারাদোনার এই রেকর্ডও ভেঙে দিতে পারেন মেসি।

এখনও পর্যন্ত একমাত্র ফুটবলার হিসেবে ৫টি আলাদা বিশ্বকাপে সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন মেসি। তিনি এবারের বিশ্বকাপেই এই রেকর্ড গড়েছেন। পাশাপাশি আরও একটি রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। তিনি একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপের নক-আউটে ৫ ম্যাচে সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন। 

মেসি অবশ্য ব্যক্তিগত নজিরের চেয়ে দলের জয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন। সেমি ফাইনালেও দলকে জেতানোই তাঁর প্রধান লক্ষ্য থাকবে।

আরও পড়ুন-

পেলের শারীরিক অবস্থার উন্নতি, এখনই ছাড়া পাচ্ছেন না হাসপাতাল থেকে

ব্রাজিলের নতুন কোচ হতে পারেন পেপ গুয়ার্দিওলা! প্রস্তাব দেওয়া হচ্ছে ম্যান সিটি ম্যানেজারকে

চোখের জলে বিশ্বকাপ শেষ রোনাল্ডোর, পর্তুগালকে হারিয়ে সেমি ফাইনালে মরক্কো