Flamengo vs Bayern: বড় জয় বায়ার্নের এবং সেই সুবাদেই ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল জার্মানির এই দল।
Flamengo vs Bayern: জোড়া গোল করলেন হ্যারি কেন। ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বায়ার্ন মিউনিখ। প্রি-কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফুটবল ক্লাব ফ্ল্যামেঙ্গোকে ৪-২ গোলে হারিয়ে দিয়েছে তারা। এই ম্যাচে জোড়া গোল করেছেন হ্যারি কেন।
তবে বেশ ভালো লড়াই করেছে ফ্ল্যামেঙ্গো
কিন্তু ব্রাজিলের এই ক্লাবকে পরাজিত করে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে নিল জার্মানির জায়ান্ট ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ। বায়ার্নের হয়ে এই ম্যাচে জোড়া গোল করেন হ্যারি কেন। তবে কোয়ার্টার ফাইনালে বেশ কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে বায়ার্নের জন্য। কারণ, তাদের সামনে পিএসজি। কারণ, লিওনেল মেসির ইন্টার মায়ামিকে হারিয়ে দিয়ে শেষ আটে উঠে এসেছে প্যারিসের এই ক্লাব।
এদিন খেলার শুরুতেই লিড নেয় বায়ার্ন। মাত্র ৬ মিনিটের মাথায়, জোশুয়া কিমিচের শট হেড করে বের করতে গিয়ে নিজের জালেই বল জড়িয়ে দেন ফ্ল্যামেঙ্গোর এরিক পুলগার।ঠিক তার তিন মিনিট পরেই ব্যবধান আরও বাড়ান কেন। অর্থাৎ, ম্যাচের ১০ মিনিটের মধ্যেই ২-০ গোলে পিছিয়ে পড়ে ফ্ল্যামেঙ্গো। তবে লড়াই ছাড়েনি তারা। এরপর ম্যাচের ৩২ মিনিটে, ম্যানুয়েল ন্যুয়েরকে পরাস্ত করে ব্যবধান কিছুটা কমাতে সক্ষম হন গার্সন।
প্রথমার্ধে ৪১ মিনিটে, বায়ার্নের হয়ে তৃতীয় গোলটি করেন লিয়ন গোরেৎজ়কা। ফলে, দুই গোলের ব্যবধানে আবার এগিয়ে যায় জার্মানির এই ক্লাবটি। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে, নিশ্চিত একটি গোল বাঁচিয়ে দেন ন্যুয়ের। ফলে, দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বায়ার্ন মিউনিখ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল করার মরিয়া চেষ্টা করতে থাকে ফ্ল্যামেঙ্গো
ম্যাচের ৫৫ মিনিটে, পেনাল্টি থেকে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন জর্জিনহো। কিন্তু তাদের সব আশায় জল ঢেলে দেন সেই হ্যারি কেন। ম্যাচের ৭৩ মিনিটে, কিমিচের ক্রস থেকে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে চতুর্থ গোলটি করেন তিনি। ফিফা ক্লাব বিশ্বকাপে এটি তাঁর করা তৃতীয় গোল। তবে এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ফ্ল্যামেঙ্গো। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ৬৫ হাজার দর্শকের সামনে ৪-২ গোলে জয় নিশ্চিত করে বায়ার্ন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।