Indian Football Icon Bhaichung Bhutia: একসময় গড়ের মাঠ কাঁপাতেন স্ট্রাইকার বাইচুং ভুটিয়া। শুক্রবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের তাঁবুতে সাংবাদিক বৈঠকেও ঝড় তুললেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক।
Bhaichung Bhutia attacks Kalyan Chaubey: একসময় তাঁর ডান পায়ের গোলার মতো শট, বাইসাইকেল কিক, সাইড ভলি, হেড সামাল দিতে গিয়ে নাজেহাল হতেন বিপক্ষ দলের গোলকিপাররা। শুক্রবার সাংবাদিক বৈঠকেও খেলোয়াড় জীবনের মতোই একের পর এক আক্রমণ করলেন প্রাক্তন স্ট্রাইকার বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। নিশানায় একসময় ইস্টবেঙ্গল দলে প্রাক্তন সতীর্থ গোলকিপার কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। এই প্রাক্তন গোলকিপার এখন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) সভাপতি। তাঁর বিরুদ্ধে নানা বেআইনি ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। জাতীয় দলের পারফরম্যান্সও একেবারেই ভালো নয়। এই পরিস্থিতিতে এদিন সাংবাদিক বৈঠকে প্রাক্তন সতীর্থর বিরুদ্ধে একের পর এক 'শট' নিলেন বাইচুং। তিনি কল্যাণকে কার্যত দুর্নীতিগ্রস্ত বলে তাঁর বিরুদ্ধে তদন্তের দাবি জানালেন।
কী দাবি বাইচুংয়ের?
শুক্রবার সাংবাদিক বৈঠকে বাইচুং বলেন, 'আমি ১৯৯৯ সাল থেকে ভারতের অধিনায়ক ছিলাম। অবসর নিয়েছি ২০১১ সালে। কিন্তু বিশ্বাস করুন, আমার নেতৃত্বে কোনওদিন কল্যাণ চৌবে খেলেনি। হ্যাঁ, হয়তো দু-একটা সফরে গিয়েছিল। কিন্তু সেখানে তৃতীয় পছন্দ ছিল। এখন সব জায়গায় ও মিথ্যে বলে যাচ্ছে যে জাতীয় দলের হয়ে খেলেছে। ও খেলার সময়ও খেলার চেয়ে বেশি রাজনীতিই করত। সৌদি আরবে গিয়ে ও কী করেছে, সেটা নিয়ে নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত। কল্যাণের নামে দুর্নীতির অনেক অভিযোগ আছে। ওর জন্য ফেডারেশনের ভাবমূর্তি নষ্ট হয়েছে। ও স্বৈরাচারী। কল্যাণকে সরালে আর যাই হোক, এর চেয়ে খারাপ হবে না।'
জাতীয় দলের খারাপ ফলের জন্য কল্যাণকে তোপ
ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় দলের পিছিয়ে পড়া, এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে হংকংয়ের কাছে হার নিয়েও কল্যাণকে তোপ দেগেছেন বাইচুং। তিনি বলেছেন, 'ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং কোথায় নেমেছে দেখুন। এখন ১৩৩ নম্বরে। এর প্রধান কারণ ফেডারেশনের ব্যর্থতা। কল্যাণ চৌবে তো বলেছিলেন, ২০২৬ সালের মধ্যে এশিয়ার সেরা ১০ দলের মধ্যে চলে আসবে ভারত। মাঠে হোক বা ম্যানেজমেন্টে আমরা চূড়ান্ত ব্যর্থ। বলছে তৃণমূল স্তরে কাজ করার মতো টাকা নেই। কর্মচারীরা টাকা পাচ্ছে না। এই হল ফেডারেশনের অবস্থা।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

