IFA Shield 2025: উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য কর্তারা। সেইসঙ্গে, বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরাও যোগ দেন এই প্রেস কনফারেন্সে।

IFA Shield 2025: আইএফএ শিল্ড নিয়ে আত্মবিশ্বাসী সমস্ত ক্লাব। বুধবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট। তার ঠিক আগে মঙ্গলবার, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি ক্লাবে আয়োজিত হল সাংবাদিক সম্মেলন। 

দুটি গ্রুপের চ্যাম্পিয়ন দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল

সেখানে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য কর্তারা। সেইসঙ্গে, বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরাও যোগ দেন এই প্রেস কনফারেন্সে। আইএফএ সচিব এদিন এশিয়ানেট নিউজ বাংলাকে জানান, “প্রথম থেকেই আমাদের একটা জেদ ছিল, সব বড় টিমদের নিয়েই আইএফএ শিল্ডটা করতে হবে। আমরা ফাইনালি এআইএফএফ-এর কাছ থেকে উইন্ডো পেয়েছি। সেইজন্য ফেডারেশনকে ধন্যবাদ জানাতে চাই। সময়ের সীমাবদ্ধতাকে মাথায় রেখে, ৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করে এবারের আইএফএ শিল্ড আয়োজন করতে চলেছি আমরা। এরপর দুটি গ্রুপের চ্যাম্পিয়ন দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।"

অনির্বাণ দত্তের কথায়, “বাংলার মানুষের কাছে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান হল একটা আবেগ। আমরা যদিও এই বছর মহামেডানকে পাচ্ছিনা। কিন্তু এটা আনন্দের বিষয় যে, ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে আমরা পাচ্ছি। একটা ভালো টুর্নামেন্ট হবে। ওদিকে সাউথ থেকে গোকুলাম এসেছে, শ্রীনিধি এসেছে। এছাড়া নামধারী খেলছে। আমরা আশা করি, ভালো ফুটবল হবে।"

ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ জানিয়েছেন, “প্রথমেই আইএফএ-কে ধন্যবাদ জানাতে চাই। আইএফএ শিল্ড অনেক পুরনো এবং ঐতিহ্যশালী একটা প্রতিযোগিতা। এইরকম মঞ্চে খেলতে পেরে সত্যিই দারুণ খুশি। তাছাড়া আমরা অনেকবার এই ট্রফিটাও জিতেছি। পুরো স্কোয়াড নিয়েই মাঠে নামছে ইস্টবেঙ্গল।" লাল হলুদ ফুটবলার রশিদের কথায়, “আমরা পুরনো কথা ভুলে এখন শুধু আইএফএ শিল্ডে ফোকাস করতে চাই।"

আত্মবিশ্বাসী গোকুলাম

অন্যদিকে, গোকুলাম কেরালা এফসি কোচ জোসে হেভিয়া এশিয়ানেট নিউজ বাংলাকে বলেন “আমাদের দল চুটিয়ে অনুশীলন করছে। সপ্তাহে ৬ দিন ছেলেরা প্র্যাকটিস করছে এবং একদিন ছুটি। তবুও সময় অনেকটাই কম পেলাম আমরা। কিন্তু তাই বলে বসে নেই। টুর্নামেন্টে ভালো করতেই আমরা এখানে এসেছি। জানি, মোহনবাগান যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। ওরা আইএসএল জিতেছে। কিন্তু আমরাও তৈরি হচ্ছি। দলে চারজন বিদেশি রয়েছে। সেইসঙ্গে, দেশের ছেলেরাও আছে। ভারতীয় ফুটবল ধীরে ধীরে উন্নতি করছে। আপনি দেখুন, কেরালা সুপার লিগের ছবিটা। প্রচুর নতুন প্লেয়ার উঠে আসছে। এটা একটা ভালো দিক। আর সমর্থকদের প্যাশনটাও দুর্দান্ত। তাই আমারাও চেষ্টা করছি অনবরত। আইএফএ শিল্ডে জেতার জন্যই মাঠে নামব। ছেলেরা নিজের সেরাটাই উজাড় করে দেবে।"

ইউনাইটেড স্পোর্টসের কোচ লালকমল ভৌমিকের কথায়, “খেলাটা মাঠে হবে। তাই অসম্ভব বলে কিছু নেই। আমাদের দলও তৈরি হচ্ছে। ভালো খেলার বিষয়ে যথেষ্ট আশাবাদী। আমরা এখনও বিদেশি চূড়ান্ত করিনি। ট্রায়াল চলছে।"

নামধারী এফসি কোচ হরপ্রীত সিং জানিয়েছেন, তারা তিনজন বিদেশি নিয়ে আইএফএ শিল্ডের লড়াইতে নামবেন। অন্যদিকে, শ্রীনিধি ডেকান এফসির কোচ হুইরেম এংলাঞ্চা সিংও তাঁর দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। তরুণ ফুটবলারদের উপর ভরসা রাখছেন তিনি। 

কোন গ্রুপে কোন দল?

গ্রুপ এঃ ইস্টবেঙ্গল, নামধারী এফসি, শ্রীনিধি ডেকান এফসি

গ্রুপ বিঃ মোহনবাগান, গোকুলাম কেরালা এফসি, ইউনাইটেড স্পোর্টস ক্লাব

দেখে নিন কবে কবে খেলা এবং কোন কোন মাঠে? 

প্রথম ম্যাচ (৮.১০.২০২৫): ইস্টবেঙ্গল বনাম শ্রীনিধি ডেকান এফসি, কল্যাণী স্টেডিয়াম (খেলা শুরু বিকেল ৩টেয়)

দ্বিতীয় ম্যাচ (৯.১০.২০২৫): মোহনবাগান বনাম গোকুলাম কেরালা এফসি, কিশোর ভারতী ক্রীড়াঙ্গন (খেলা শুরু বিকেল ৩টেয়)

তৃতীয় ম্যাচ (১১.১০.২০২৫): শ্রীনিধি ডেকান এফসি বনাম নামধারী এফসি, কল্যাণী স্টেডিয়াম (খেলা শুরু বিকেল ৩টেয়)

চতুর্থ ম্যাচ (১২.১০.২০২৫): ইউনাইটেড স্পোর্টস ক্লাব বনাম গোকুলাম কেরালা এফসি, কল্যাণী স্টেডিয়াম (খেলা শুরু বিকেল ৩টেয়)

পঞ্চম ম্যাচ (১৪.১০.২০২৫): ইস্টবেঙ্গল বনাম নামধারী এফসি, কিশোর ভারতী ক্রীড়াঙ্গন (খেলা শুরু বিকেল ৩টেয়)

ষষ্ঠ ম্যাচ (১৫.১০.২০২৫): মোহনবাগান বনাম ইউনাইটেড স্পোর্টস ক্লাব, কিশোর ভারতী ক্রীড়াঙ্গন (খেলা শুরু বিকেল ৩টেয়)

অপরদিকে, প্রতিটি ম্যাচে সেরা ফুটবলারের জন্য থাকছে ১০,০০০ টাকার চেক। টুর্নামেন্টের বিজয়ী দল পাবে ৫ লক্ষ টাকা পুরস্কার এবং রানার্স দল পাবে ৩ লক্ষ টাকা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।