Indian Football Team: সোমবার, ২৩ সদস্যের দল ঘোষণা করলেন খালিদ। দেখা যাচ্ছে, দলে সুযোগ পাওয়া তিনজন গোলরক্ষকের মধ্যে রয়েছেন গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং এবং হৃতিক তিওয়ারি।
Indian Football Team: আসন্ন কাফা নেশনস কাপকে সামনে রেখে ভারতীয় ফুটবল দল ঘোষণা করলেন হেডকোচ খালিদ জামিল। নয়া কোচের কাছেও যেন নতুন এক চ্যালেঞ্জ। আগামী ২৯ অগাস্ট তাজিকিস্তানের বিরুদ্ধে রয়েছে ভারতের প্রথম ম্যাচ।
কাফা কাপ অভিযানে ব্লু-টাইগার্সরা
সোমবার, ২৩ সদস্যের দল ঘোষণা করলেন খালিদ। দেখা যাচ্ছে, দলে সুযোগ পাওয়া তিনজন গোলরক্ষকের মধ্যে রয়েছেন গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং এবং হৃতিক তিওয়ারি। সেইসঙ্গে, দলে জায়গা পেয়েছেন ইস্টবেঙ্গলের ডিফেন্ডার আনোয়ার আলি। দলে আছেন সন্দেশ ঝিঙ্গান। অন্যদিকে, ডিফেন্ডার হিসেবে দলে ডাক পেয়েছেন রাহুল ভেকে, নাওরেম রোশন সিং, ভালপুইয়া এবং মহম্মদ উভাইস।
ফরোয়ার্ড হিসেবে আছেন জিথিন এমএস, ছাংতে এবং মনবীর সিংরা। প্রসঙ্গত, এই প্রথম জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে অভিষেক হতে চলেছে খালিদ জামিলের। ফলে, তাঁর কাছে নিঃসন্দেহে এটি একটি বড় চ্যালেঞ্জ। তবে এসিএল-২-এ খেলার জন্য জাতীয় শিবিরে কোনও ফুটবলারকে ছাড়েনি মোহনবাগান।
এদিকে উজবেকিস্তান এবং তাজিকিস্তান যৌথভাবে ২০২৫ সালের কাফা নেশনস কাপে আয়োজন করছে। সেই মেগা প্রতিযোগিতায় তাজিকিস্তান ম্যাচের পর, আগামী ১ সেপ্টেম্বর ইরানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের এবং ৪ সেপ্টেম্বর, ব্লু-টাইগার্সরা আফগানিস্তানের বিরুদ্ধে খেলটে নামবে।
দুটি গ্রুপ থেকে প্রথম দুটি দল প্লে অফে যাবে
ইরান হল গতবারের চ্যাম্পিয়ন দল। যে দেশের বর্তমান র্যাঙ্কিং ২০। এদিকে তাজিকিস্তানের র্যাঙ্কিং ১০৬। অন্যদিকে আফগানিস্তান আছে ১৬১ নম্বরে। সেখানে ভারত আছে ১৩৩ নম্বরে। বোঝাই যাচ্ছে যে, কাফা কাপে বেশ শক্তিশালী গ্রুপেই আছে ভারত। অন্য আরেকটি গ্রুপে আছেন উজবেকিস্তান, কিরগিজ প্রজাতন্ত্র, তুর্কেমেনিস্তান এবং ওমান।
ঘোষিত ভারতীয় ফুটবল দলঃ
গোলরক্ষকঃ গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং,হৃতিক তিওয়ারি
ডিফেন্ডারঃ রাহুল ভেকে, নাওরেম রোশন সিং, আনোয়ার আলি, সন্দেশ ঝিঙ্গান, চিংলেনসানা সিং ভালপুইয়া, মহম্মদ উভাইস
মিডফিল্ডারঃ আশিক কুরনিয়ান, উদান্তা সিং, নাওরেম মহেশ সিং, সুরেশ সিং, দানিশ ফারুক, জিকসন সিং, নিখিল প্রভু, বরিস সিং
ফরোয়ার্ডঃ মনবীর সিং, ছাংতে, বিক্রম প্রতাপ সিং, জিতিন এমএস, ইরফান ইদওয়াদ
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।