Indian Football Team: নতুন কোচ নিয়োগ হবে, সেই কথা তো জানাই ছিল। এবার চলে এল নোটিশ। বিজ্ঞাপনও বলা চলে।
Indian Football Team: ভারতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ নিয়োগ করা হবে। এবার এই মর্মে নোটিশ জারি করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। মাত্র একবছর হতেনা হতেই মানোলো মারকুয়েজ জমানা শেষ।
২ জুলাই, এইআইএফএফ-এর কার্যকরী কমিটির বৈঠকে মানোলোর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলে ফেডারেশন। আর আগে থেকেই ঠিক ছিল যে, খুব দ্রুত নয়া কোচ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। সেই মোতাবেক শুক্রবার, ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে নতুন কোচের জন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি জারি করা হল।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন জানাতে পারবেন ইচ্ছুক কোচরা
সেইসঙ্গে, কোচের পদে আবেদন জানানো ব্যক্তিকে AIFF-এর সেক্রেটারি জেনারেল এবং টেকনিক্যাল কমিটির কাছে রিপোর্ট করতে হবে। সেখানে দেখা হবে, ফুটবলারদের উন্নয়নের ব্যাপারে তাঁর দক্ষতা কতদূর?। এমনকি স্পোর্টস সায়েন্স এবং টেকনোলোজি ব্যবহারের ক্ষেত্রেও তাঁর কতটা নলেজ রয়েছে, তাও একবার পরীক্ষা করে দেখে নেওয়া হবে। অর্থাৎ, আধুনিক ফুটবলের খুঁটিনাটি বিষয়গুলি তিনি ঠিকভাবে জানেন কিনা, সেটাই দেখে নিতে চাইছেন কর্তারা।
এরপর জাতীয় দলের ডিরেক্টর এবং টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে কাজ করবেন তিনি
উল্লেখ্য, মানোলোর আমলে একাধিক সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় বিতর্ক। তার মধ্যে আবার অন্যতম বিষয় হল, অবসর ভেঙে সুনীল ছেত্রীর আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসা। তাছাড়া এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের বিরুদ্ধে ড্র এবং হংকংয়ের কাছে পরাজয় তো আগুনে ঘি ঢালে। তাঁর অধীনে ভারত ৮টি ম্যাচ খেলে মাত্র ১টায় জয় পেয়েছে।
শোনা যাচ্ছে, দেশের মধ্যে সঞ্জয় সেন এবং খালিদ জামিল অনেকটাই কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। তাছাড়াও আলোচনায় রয়েছে ভ্যান ভুকোমানোভিচ, অ্যাশলে ওয়েস্টউড, পার্ক হ্যাং-সিও এবং সার্জিও লোবেরার নামও। তবে শুধু তারা নন। জল্পনায় রয়েছে পার্ক হ্যাং-সিও-এর নামও। ভিয়েতনামের ফুটবলে তাঁর অবদান অনেকটাই। বাকি উত্তর সময় দেবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

