Indian Football Team: আসন্ন নেশনস কাপের জন্য ৩৫ জনের দল ঘোষণা করেছেন ভারতীয় ফুটবল দলের নতুন কোচ খালিদ জামিল।
Indian Football Team: শুরুতেই চমক। আসন্ন নেশনস কাপের জন্য ৩৫ জনের দল ঘোষণা করেছেন ভারতীয় ফুটবল দলের নতুন কোচ খালিদ জামিল। আর ভারতীয় দলের নতুন ফুটবল কোচ হয়েই সুনীল ছেত্রীকে বাদ দিয়ে দিলেন শেষ আইএসএল সেমিতে মোহনবাগানের কাছে পরাজিত কোচ খালিদ জামিল (khalid jamil news)। নেপথ্যে কি ক্ষমতার দম্ভ? উল্টে মোহনবাগান থেকেই দলে নিলেন ৭ জন ফুটবলারকে (indian football team news)।
আসন্ন নেশনস কাপের জন্য ৩৫ জনের দল ঘোষণা করেছেন ভারতীয় ফুটবল দলের নয়া কোচ খালিদ জামিল। তাদের দ্রুত জাতীয় শিবিরে যোগ দিতে বলা হয়েছে। আর সেই ৩৫ জনের দলে নেই দেশের তারকা সুনীল ছেত্রী। ভারতের হয়ে সর্বাধিক ৯৫ গোল করা সুনীলকে দলেই রাখেননি সদ্য সুযোগ পাওয়া নতুন কোচ খালিদ! প্রসঙ্গত, এই প্রথম তিনি জাতীয় দলের কোচ হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।
তবে একাধিক নতুন নাম রয়েছে ভারতীয় ফুটবল দলে
৩৫ জনের স্কোয়াডে সবুজ মেরুন ব্রিগেড থেকে আছেন ৭ জন ফুটবলার এবং লাল হলুদ থেকে আছেন ৩ জন ফুটবলার। উল্লেখ্য, গত ২০২৪ সালের জুন মাসে, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন সুনীল ছেত্রী। কিন্তু তাঁকে ফের অবসর ভেঙে দলে ফেরার প্রস্তাব দেন ব্লু-টাইগার্সদের প্রাক্তন কোচ মানোলো মারকুয়েজ। এরপর ২০২৫ সালের মার্চ মাসে, আবারও জাতীয় দলে ফিরে আসেন সুনীল ছেত্রী।
কিন্তু তারপর ভারতের হয়ে চারটি ম্যাচে মাঠে নেমে মাত্র একটি গোল করেন তিনি। সম্ভবত সেই কারণেই, ৪১ বছর বয়সী সুনীলকে আর দলে রাখেননি খালিদ জামিল। পরিষ্কার, তারুণ্যের উপর নির্ভর করে দল তৈরির বার্তা দিয়েছেন তিনি।
কারা কারা সুযোগ পেলেন জাতীয় দলে?
ভারতীয় দলে সুযোগ পেলেন জামশেদপুর এফসি থেকে মনবীর সিং, আর্মি রেড-এর ডিফেন্ডার সুনীল বেঞ্চামিন, ডিফেন্ডার অ্যালেক্স সাজি এবং গোলরক্ষক অ্যালবিনো গোমেজও সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। এরা সবাই প্রথমবারের জন্য ডাক পেলেন। আগামী ২৯ অগাস্ট থেকে শুরু হচ্ছে নেশনস কাপ। এই প্রতিযোগিতায় গ্রুপ বি-তে রয়েছে ভারত, তাজিকিস্তান, ইরান এবং আফগানিস্তান। অন্যদিকে, আগামী ৮ সেপ্টেম্বর হবে এই প্রতিযোগিতার ফাইনাল।
ম্যাচের সূচিঃ
২৯ অগাস্টঃ ভারত বনাম তাজিকিস্তান
১ সেপ্টেম্বরঃ ভারত বনাম ইরান
৪ সেপ্টেম্বরঃ ভারত বনাম আফগানিস্তান
জাতীয় শিবিরে যোগ দেওয়া মোট ২২ জন ফুটবলার
গোলরক্ষকঃ অমরিন্দর সিংহ, গুরপ্রীত সিং সান্ধু, হৃতিক তিওয়ারি
ডিফেন্ডারঃ আকাশ মিশ্র, অ্যালেক্স সাজি, বরিস সিং, চিংলেনসানা সিং, মিংথানমাওয়াইয়া রালতে, রাহুল ভেকে, রোশন সিংহ, সন্দেশ ঝিঙ্গান, সুনীল বেঞ্চামিন
মিডফিল্ডারঃ আশিক কুরনিয়ান, দানিশ ফারুখ, নিখিল প্রভু, রাহুল কেপি, সুরেশ সিং, উদান্তা সিং
ফরোয়ার্ডঃ ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, রহিম আলি, বিক্রম প্রতাপ সিংহ
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
