Vishnu Puthiya Valappill: কলকাতা লিগে ভালো পারফরম্যান্স দেখিয়ে নজর কেড়ে নেওয়ার পর আইএসএল-এও (Indian Super League) ইস্টবেঙ্গলের (East Bengal FC) ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন বিষ্ণু পি ভি। সুপার কাপের আগে তাঁর দল ছাড়া নিয়ে জল্পনা শুরু হয়েছে।
Vishnu Puthiya Valappill to Mohun Bagan Super Giant: আগামী মরসুমে কি সবুজ-মেরুন জার্সি পরে খেলবেন ইস্টবেঙ্গলের (East Bengal FC) তারকা উইঙ্গার বিষ্ণু পি ভি (Vishnu Puthiya Valappill)। বৃহস্পতিবার হঠাৎ এই জল্পনা শুরু হয়েছে। কলকাতার এক সংবাদমাধ্যমের দাবি, ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি ছিন্ন করে মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan Super Giant) যোগ দিতে তৈরি বিষ্ণু। এই প্রতিবেদন প্রকাশিত হতেই ইস্টবেঙ্গল সমর্থকরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে। অনেকে দাবি করছেন, এই খবর ভুয়ো। আবার অনেক ইস্টবেঙ্গল সমর্থক বলছেন, এই খবর ঠিক হতেও পারে। ফলে সুপার কাপ শুরু হওয়ার ঠিক আগে বিষ্ণুকে নিয়ে সরগরম লাল-হলুদ শিবির। অন্যদিকে, এই খবরে মোহনবাগান সমর্থকরা খুশি। তাঁরা আশা করছেন, আগামী মরসুমে সবুজ-মেরুন জার্সি পরে ভালো পারফরম্যান্স দেখাবেন বিষ্ণু।
চুক্তি শেষ হওয়ার আগেই ইস্টবেঙ্গল ছাড়বেন বিষ্ণু?
মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও দল ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন আনোয়ার আলি (Anwar Ali)। তাঁকে নিয়ে ইস্টবেঙ্গল, দিল্লি এফসি (Delhi FC) ও মোহনবাগান সুপার জায়ান্টের টানাপোড়েন এখনও চলছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation) এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। গড়ের মাঠে আলোচনা চলছে, আনোয়ারের পাল্টা হিসেবেই বিষ্ণুকে লাল-হলুদ শিবির থেকে ছিনিয়ে নিতে চাইছে সবুজ-মেরুন। বিষ্ণুর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। এই উইঙ্গারকে লোভনীয় অঙ্কের আর্থিক প্রস্তাব দেওয়া হতে পারে।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে দল ছাড়তে পারবেন বিষ্ণু?
ইস্টবেঙ্গলের সঙ্গে বিষ্ণুর এখনও এক বছরের চুক্তি আছে। এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বিষ্ণু দলবদল করতে পারবেন কি না, সে বিষয়ে এখন আলোচনা চলছে। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই উইঙ্গারের সঙ্গে নতুন করে চুক্তি করতে চাইছে। তবে বিষ্ণু নিজে কী চাইছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


