- Home
- Sports
- Football
- ISL: 'প্রতিটি ম্যাচে গোল খাচ্ছি আমরা' বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে ডিফেন্সকে তুলোধোনা মোলিনার
ISL: 'প্রতিটি ম্যাচে গোল খাচ্ছি আমরা' বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে ডিফেন্সকে তুলোধোনা মোলিনার
বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে বড় হার। আইএসএল-এর (ISL) প্রথম অ্যাওয়ে ম্যাচেই ৩-০ গোলে পরাজয় মোহনবাগানের (Mohun Bagan)। আপাতত তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড।
110

Image Credit : SOCIAL MEDIA
এমনিতে শুরু থেকেই নড়বড়ে
নিজেদের প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র।
210
Image Credit : MEDIA TEAM
তারপর ছিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচ
রভশন এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র।
310
Image Credit : SOCIAL MEDIA
তবে এরপর ঘুরে দাঁড়ায় মোহনবাগান
নর্থ ইস্ট ইউনাইটেডকে ৩-২ গোলে হারায় তারা।
410
Image Credit : SOCIAL MEDIA
স্বভাবতই আশায় বুক বাঁধছিলেন সমর্থকরা
কিন্তু আইএসএলে মরশুমের প্রথম অ্যাওয়ে ম্যাচেই হার।
510
Image Credit : SOCIAL MEDIA
বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিরুদ্ধে পরাজয়
কার্যত, একটি গোলও করতে পারেনি মোহনবাগান। সুনীলদের বিরুদ্ধে ৩-০ গোলে হার।
610
Image Credit : SOCIAL MEDIA
আর এরপরেই মুখ খুললেন মোলিনা
মোহনবাগান কোচ বলছেন, “প্রতিটি ম্যাচে গোল খাচ্ছি আমরা। কিছু গোল খেয়েছি আমাদের রক্ষণের ভুলে।”
710
Image Credit : SOCIAL MEDIA
আর কী জানালেন?
তাঁর কথায়, “আমার মনে হয় যে, দলের রক্ষণভাগকে আরও শক্তিশালী করে তুলতে হলে আমাদের আক্রমণেও উন্নতি দরকার।”
810
Image Credit : SOCIAL MEDIA
হেড স্যার আরও বলছেন
“আক্রমণ যত ধারালো হবে, রক্ষণও তত ভালো খেলবে।”
910
Image Credit : MEDIA TEAM
যদিও লিগ সবে শুরু
কিন্তু হাল ধরতে চাইছে মোহনবাগান।
1010
Image Credit : SOCIAL MEDIA
আইএসএলে পরের ম্যাচ মহামেডানের বিরুদ্ধে
জয় চাইছে গোটা দল।
Latest Videos