Indian Football: চলতি মরসুমের জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation) যে টুর্নামেন্টগুলির তালিকা প্রকাশ করেছিল, তাতে ছিল না আইএসএল (Indian Super League)। সেটা কেন করা হয়েছিল, তা শুক্রবার স্পষ্ট হয়ে গেল।
Indian Super League on hold: চরম সঙ্কটে ভারতীয় ফুটবল (Indian Football)। গত এক দশকে দেশের সেরা টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League) এবার স্থগিত করে দেওয়া হল। শুক্রবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation) ও আইএসএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে সরকারিভাবে চিঠি দিয়ে লিগ স্থগিত করে দেওয়ার কথা জানাল ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (Football Sports Development Limited)। এআইএফএফ-এর সঙ্গে মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্ট (Master Rights Agreement) নিয়ে অনিশ্চয়তার জেরেই এই সিদ্ধান্ত নিল এফএসডিএল। ২০১০ সালে ১৫ বছরের জন্য এআইএফএফ-এর সঙ্গে চুক্তি হয় এফএসডিএল-এর। চলতি বছরের ৮ ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তার আগে নতুন করে চুক্তি হওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কারণ, এআইএফএফ-এর সংবিধানের বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন। যত দিন না সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ দিচ্ছে, ততদিন এআইএফএফ-এর পক্ষে কিছু করা সম্ভব নয়। এই অনিশ্চয়তার কারণেই আপাতত আইএসএল স্থগিত করে দিল এফএসডিএল।
ক্লাবগুলির কী হবে?
গত মরসুমের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বেশিরভাগ ফুটবলারের সঙ্গেই দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলিও অনেক ফুটবলারের সঙ্গেই দীর্ঘমেয়াদী চুক্তি করে রেখেছে। নতুন মরসুমের জন্য একাধিক বিদেশি ফুটবলারের সঙ্গে কথা বলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। একাধিক ভারতীয় ফুটবলারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির কথা ঘোষণা করেছে লাল-হলুদ শিবির। কিন্তু আইএসএল না হলে এই ফুটবলাররা কোন লিগে খেলবেন, তা স্পষ্ট নয়। ক্লাবগুলি আই লিগে (I-League) খেলবে না আইএসএল-এর বদলে অন্য কোনও টুর্নামেন্ট হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
ভারতীয় ফুটবল বিশ বাঁও জলে
ভারতীয় ফুটবলে এখন মহিলা দলের ভালো পারফরম্যান্স ছাড়া ইতিবাচক কিছু নেই। ফিফা র্যাঙ্কিংয়ে ক্রমশঃ পিছিয়ে পড়ছে পুরুষ দল। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের (Kalyan Chaubey) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। সবমিলিয়ে ভারতীয় ফুটবলে ডামাডোল চরমে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

