সংক্ষিপ্ত

এবারের মরসুমের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। এবারের মরসুমের শুরুতেই ডুরান্ড কাপ জিতেছে সবুজ-মেরুন ব্রিগেড।

চলতি আইএসএল-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসি-কে ১-০ হারিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। এর আগে প্রথম ম্যাচে পাঞ্জাব এফসি-কে সহজেই হারিয়ে দেয় সবুজ-মেরুন। বুধবার বেঙ্গালুরুর বিরুদ্ধে ৬৭ মিনিটে একমাত্র গোল করেন হুগো বুমোস। শেষদিকে বেঙ্গালুরুর ২ জন খেলোয়াড় লাল কার্ড দেখেন। ৭৪ মিনিটে প্রথমে লাল কার্ড দেখেন সুরেশ ওয়াংজাম। এরপর সংযোজিত সময়ে লাল কার্ড দেখেন রোশন সিং। ফলে ৯ জনে ম্যাচ শেষ করে বেঙ্গালুরু। ঘরের মাঠে পরপর ২ ম্যাচ জিতে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে সবুজ-মেরুন শিবিরের। দলের আক্রমণভাগের শক্তি প্রচণ্ড। সেটাই কাজে লাগাচ্ছেন প্রধান কোচ হুয়ান ফেরান্দো।

এদিন ম্যাচের শুরুতে সবুজ-মেরুন রক্ষণে চাপ তৈরির চেষ্টা করছিলেন কার্টিস মেইন, রোহিত কুমাররা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পাল্টা আক্রমণ শুরু করেন লিস্টন কোলাসো, বুমোসরা। ৯ মিনিটের মাথায় ভালো একটি আক্রমণ গড়ে তুলেছিলেন সবুজ-মেরুনের ২ অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেসন কামিংস ও দিমিত্রিওস পেট্রাটস। কিন্তু কোনওরকমে পরিস্থিতি সামাল দেয় বেঙ্গালুরুর রক্ষণ। ১১ মিনিটে কার্টিসের পাস থেকে শট নেন রোশন। তবে সেই শট সেভ করে দেন গতবারের আইএসএল-এর সেরা গোলকিপার বিশাল কাইথ। পরের মিনিটেই কর্নার থেকে প্রায় গোল করে ফেলেছিলেন রোহিত। তবে গোললাইন সেভ করে দেন অনিরুদ্ধ থাপা। ১৩ মিনিটে প্রতি-আক্রমণে উঠে ভালো শট নেন লিস্টন। তবে সেই শট অল্পের জন্য বাইরে চলে যায়। ২১ মিনিটে কামিংসের শট গোললাইন সেভ হয়ে যায়। আক্রমণ-প্রতি-আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে প্রথমার্ধে গোল হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই পরপর ৪টি কর্নার পায় মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্ত সেট-পিস কাজে লাগানো সম্ভব হয়নি। ৪৯ মিনিটে পেনাল্টির দাবি জানায় সবুজ-মেরুন শিবির। বক্সের মধ্যে পেট্রাটসকে ফেলে দেন রোহিত। তবে পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি হরিশ কুণ্ডু। পেনাল্টি না পেলেও, আক্রমণ চালিয়ে যেতে থাকেন সবুজ-মেরুন জার্সিধারীরা। ৬৩ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেন সুরেশ। এরপরেই গোল করেন বুমোস। মনবীর সিংয়ের ক্রস ধরে বক্সের মাথায় বুমোসের জন্য বল সাজিয়ে দেন কামিংস। গোল করতে ভুল করেননি বুমোস। এরপর সুরেশ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় বেঙ্গালুরুর সমস্যা বেড়ে যায়। এরপর রোশনও লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় আইএসএল-এ গতবারের রানার্সদের পক্ষে আর সমতা ফেরানো সম্ভব হয়নি।

আরও পড়ুন-

Neymar: ভারতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে আসছেন নেইমার, কীভাবে কাটবেন টিকিট?

East Bengal: আইএসএল-এর প্রথম ম্যাচে জামশেদপুর এফসি-র সঙ্গে ড্র ইস্টবেঙ্গলের

Asian Games 2023: মাত্র ঊনিশেই জোড়া মেডেল! কেমন সেই অভিজ্ঞতা, জানালেন রমিতা