Inter Kashi:ভারতীয় ফুটবলের (Indian Football) ঘটনা এবার গড়াল আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। ঘটনাটি আই লিগকে কেন্দ্র করে।

Inter Kashi:আই লিগ (I-League) চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে চার্চিল ব্রাদার্সের নাম। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) অ্যাপিল কমিটি সিদ্ধান্ত অনুযায়ী, চার্চিলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। কিন্তু সেখানেই হয়েছে গোলমাল।

Scroll to load tweet…

কার্যত, নামধারী এফসি বনাম ইন্টার কাশী ম্যাচটি নিয়ে তৈরি হয়েছিল এই বিতর্ক। আর সেইজন্যই আটকে ছিল আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণার প্রক্রিয়াটি। কারণ, ঐ ম্যাচের পুরো পয়েন্ট ইন্টার কাশীকে দেওয়া হয়নি। তা এই সিদ্ধান্ত থেকেই স্পষ্ট হয়ে গেল। যদিও এই সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি ফেডারেশনের তরফ থেকে।

AIFF-এর পক্ষ থেকে একটি স্যোশাল মিডিয়া পোস্ট করে জানানো হয়েছে, “অ্যাপিল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আই লিগের সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দল চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হল।”

প্রসঙ্গত, জানুয়ারি মাসে নামধারী এফসির বিরুদ্ধে ২-০ গোলে পরাজিত হয় ইন্টার কাশী। কিন্তু ইন্টার কাশীর অভিযোগ ছিল জে, ওই ম্যাচটিতে একজন ‘অবৈধ প্লেয়ার’-কে মাঠে নামায় নামধারী এফসি। আর তারপরেই তাদের নালিশের ভিত্তিতে বিষয়টি যায় শৃঙ্খলারক্ষা কমিটির হাতে।

Scroll to load tweet…

আর সেখানে কাশীকে ৩ পয়েন্ট এবং ৩ গোল দেওয়া হয়। উল্টে আবার এই সিদ্ধান্তের বিরোধিতা করে এআইএফএফ-এর অ্যাপিল কমিটিতে গেছিল নামধারী এফসি। আর সেই অ্যাপিল কমিটি আবার শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছিল। এখন সম্ভবত সেই সিদ্ধান্তটিকে বদলে ফেলে নামধারীর পক্ষেই রায় দিয়েছে এআইএফএফ অ্যাপিল কমিটি।

কিন্তু সেই সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করেছে ইন্টার কাশী। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই রায়ে তারা একদমই সন্তুষ্ট হতে পারেনি। এবার তাই ইন্টার কাশী কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস, অর্থাৎ CAS-এ যাচ্ছে (court of arbitration for sport)।

প্রসঙ্গত, আই লিগ জয়ী দল পরের মরশুম থেকে আইএসএল খেলার সুযোগ পায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।