Khela Hobe Day: শনিবার 'খেলা হবে' দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছিল। মেদিনীপুরের পাশাপাশি ভাঙড়েও এই ফুটবল ম্যাচে অপ্রীতিকর ঘটনা দেখা গেল। দুই ঘটনাতেই অভিযোগের কেন্দ্রে শাসক দল।
KNOW
Teacher Beaten: বিধায়ক, বিডিও, পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে শিক্ষককে মারধর করলেন শাসক দলের নেতা! এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। শনিবার ‘খেলা হবে’ দিবস উপলক্ষে রাজ্যের অন্যান্য প্রান্তের মতো ভাঙড়েও ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছিল। সেখানেই ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ খয়রুল ইসলামের বিরুদ্ধে স্কুলের শিক্ষক নাসিরউদ্দিনকে কিল-চড়-ঘুষি মারার অভিযোগ উঠল। অভিযুক্ত শাসক দলের নেতা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার অনুগামী হিসেবে পরিচিত। এই ফুটবল ম্যাচে ছিলেন শওকত। এছাড়া ছিলেন বিডিও পার্থ বন্দ্যোপাধ্যায়, প্রশাসনের আরও কয়েকজন কর্তা এবং পুলিশ আধিকারিকরা। এছাড়া বহু দর্শক ছিলেন। অনেক শিশু-কিশোরও ছিল। সবার সামনেই শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে খয়রুলের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
কেন শিক্ষককে মারধর শাসক নেতার?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘খেলা হবে’ দিবস উপলক্ষে ভাঙড়-২ ব্লক এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে আন্তঃরাজ্য ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। কারবালা ফুটবল ময়দানে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভগবান হাইস্কুলের মুখোমুখি হয় হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা স্কুল। এই ম্যাচ চলাকালীন মাঠে বচসা শুরু হয়। তখনই শাসক নেতার বিরুদ্ধে মাঠের বাইরে শিক্ষককে মারধর করার অভিযোগ ওঠে। অভিযুক্ত খয়রুলের বিরুদ্ধে উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। শিক্ষককে মারধরের প্রতিবাদে থানার সামনে অবস্থান শুরু করে পড়ুয়ারা।
কী অভিযোগ আক্রান্ত শিক্ষকের?
থানায় দায়ের করা অভিযোগে আক্রান্ত শিক্ষক জানিয়েছেন, 'খেলা চলাকালীন ভগবানপুর হাইস্কুলের সভাপতি খয়রুল ইসলামের নেতৃত্বে কিছু বহিরাগত আমাদের উপরে চড়াও হয় এবং মারধর করে। আমাকে ছাড়াও আরও তিন শিক্ষককে মারধর করা হয়। আমার মাথা, মুখে আঘাত করা হয়। ‘ছাত্রছাত্রীদের ধমকচমক এবং গালিগালাজ করা হয়।' পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত শাসক নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শাসক দলের পক্ষ থেকেও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


