Lionel Messi India: আর্জেন্টিনা দলের ম্যানেজার ড্যানিয়েল পাবরেরা মঙ্গলবার, কোচিতে এসে স্টেডিয়াম সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখবেন।
Lionel Messi India: ভারতে আসছেন লিওনেল মেসি। বিশ্ব ফুটবল চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ভারত সফর হচ্ছেই (lionel messi india news)। কেরালার রাজধানী কোচিতে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়া ফুটবল দল এবং স্পনসরদের মধ্যে খসড়া চুক্তি বিনিময়ের পরেই এই বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে খবর (lionel messi india tour)।
মাঠ প্রস্তুত হচ্ছে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচের জন্য
শোনা যাচ্ছে, এই মুহূর্তে বিশ্ব ফুটবল র্যাঙ্কিংয়ে ২৫ নম্বরে থাকা অস্ট্রেলিয়ারই আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এই দুই দল কাতার বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে রুদ্ধশ্বাস জয় পায়। গোল করেন লিওনেল মেসির এবং জুলিয়ান আলভারেজ।
আর্জেন্টিনা দলের ম্যানেজার ড্যানিয়েল পাবরেরা মঙ্গলবার, কোচিতে এসে স্টেডিয়াম সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখবেন। দুপুরে নেদুম্বাসেরি বিমানবন্দরে পৌঁছে তিনি দুপুর আড়াইটে নাগাদ রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি. আবদুর রহমানের সঙ্গে কলুর স্টেডিয়াম পরিদর্শন করবেন। সূত্রের খবর, আগামী ১৫ নভেম্বর আর্জেন্টিনা দল কোচিতে পৌঁছবে। এই ম্যাচটি ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।

আর্জেন্টিনার টিম ম্যানেজার আসছেন কোচিতে
ঠিক এক সপ্তাহ আগে, এশিয়ান ফুটবল কনফেডারেশনের সিকিউরিটি অফিশিয়াল স্টেডিয়াম পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। এই সমস্ত পদক্ষেপের পরই, আর্জেন্টিনার টিম ম্যানেজার সরাসরি কোচিতে আসছেন। ফলে বোঝাই যাচ্ছে যে, লিওনেল মেসি এবং বিশ্ব চ্যাম্পিয়ন দল এবার ভারতে আসতে চলেছে এবং ফুটবলপ্রেমীদের এই অপেক্ষা এবার বাস্তব হওয়ার আরও কাছে চলে এল।
অর্থাৎ, ভারতে আসছেন লিওনেল মেসি। বিশ্ব ফুটবল চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ভারত সফর হচ্ছেই। কেরালার রাজধানী কোচিতে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়া ফুটবল দল এবং স্পনসরদের মধ্যে খসড়া চুক্তি বিনিময়ের পরেই এই বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে খবর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


