সংক্ষিপ্ত
এবারের কলকাতা প্রিমিয়ার লিগে যুব দল নিয়ে খেলছে মোহনবাগান সুপার জায়ান্ট। তরুণ ফুটবলাররাই কলকাতা লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। দুরন্ত ছন্দে সবুজ-মেরুন।
রবিবার এবারের কলকাতা প্রিমিয়ার লিগে প্রথমবার নিজেদের মাঠে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচ ঘিরে সবুজ-মেরুন জনতার মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল প্রবল। বৃষ্টির মধ্যেই লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে গ্যালারিতে যান মোহনবাগান সমর্থকরা। মোহনবাগান সভাপতি স্বপন সাধন বসুও হুইল চেয়ারে বসে খেলা দেখতে যান। তাঁদের নিরাশ করেননি সুমিত রাঠি, এঙ্গসন সিংরা। ঘরের মাঠে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবকে ৫-২ উড়িয়ে দিল মোহনবাগান। হ্যাটট্রিক করলেন সুহেল আহমেদ ভাট। জোড়া গোল করেন ফারদিন আলি মোল্লা। ডালহৌসির হয়ে ব্যবধান কমান শিবা হরি ও আভাস কুণ্ডু।
এদিন ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত মোহনবাগানেরই দাপট ছিল। ২৫ মিনিটে প্রথম গোল করে সবুজ-মেরুনকে এগিয়ে দেন সুহেল। এরপর ৪৩ মিনিটে ব্যবধান বাড়ান সুহেলই। প্রথমার্ধের শেষে ২-০ এগিয়েছিল মোহনবাগান। ৫০ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন সুহেল। ৬১ মিনিটে দলের চতুর্থ ও নিজের প্রথম গোল করেন ফারদিন। ৬৭ মিনিটে ডালহৌসির হয়ে ব্যবধান কমান শিবা। ৮৬ মিনিটে ব্যবধান বাড়ান ফারদিন। ম্যাচের সংযোজিত সময়ে ব্যবধান কমান আভাস।
গত মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবার আরও শক্তিশালী দল গড়েছে মোহনবাগান। এএফসি কাপেও ভালো পারফরম্যান্স দেখানোই সবুজ-মেরুনের লক্ষ্য। সেই কারণেই সিনিয়র দলের পাশাপাশি সাপ্লাই লাইনও তৈরি করছে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেই লক্ষ্যেই বিদেশীহীন কলকাতা লিগে অনূর্ধ্ব-২৩ দল খেলানো হচ্ছে। প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন সুহেল, ফারদিনরা।
এবারের কলকাতা লিগে মোহনবাগান দলে আছেন অভিষেক সূর্যবংশী, রবি বাহাদুর রানা, এঙ্গসন সিং, লালরিনলিয়ানা নামতে, আর্শ আনোয়ার শেখ, সুহেল আহমেদ ভাট, রাজ বাসফোর, ব্রিজেশ গিরিশ, টাইসন সিং, আমনদীপ, জাহিদ বুখারি, শিবাজিৎ সিং, শুভ পালরা। ইন্ডিয়ান অ্যারোজ থেকে মোহনবাগানে আসা সুহেল অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন।
এবারের কলকাতা লিগের প্রথম ম্যাচে পাঠচক্রকে ৩-১ উড়িয়ে দেয় মোহনবাগান। গোল করেন সুমিত, এঙ্গসন ও টাইসন সিং। পাঠচক্রের হয়ে একমাত্র গোল করেন সুমন সরকার। এই ম্যাচের শুরু থেকেই দাপট ছিল সবুজ-মেরুনের। ১০ মিনিটের মাথায় পাঠচক্রের রক্ষণের ভুলের সুযোগ নিয়ে গোল করে দলকে এগিয়ে দেন আইএসএল-এ খেলা সুমিত। এরপর দ্বিতীয় গোল করেন এঙ্গসন। প্রথমার্ধের শেষে ২-০ এগিয়েছিল মোহনবাগান। দ্বিতীয়ার্ধের শেষদিক পর্যন্ত ব্যবধান বাড়াতে পারেনি মোহনবাগান। ৮৯ মিনিটে ব্যবধান বাড়ান টাইসন। এরপর পাঠচক্রের হয়ে ব্যবধান কমান সুমন।
আরও পড়ুন-
কেরালা ব্লাস্টার্সে যোগ দিতে চললেন প্রবীর, চোখের জলে বিদায় মায়ের, আবেগপ্রবণ গীতশ্রীও
এবারের মোহনবাগান রত্ন গৌতম সরকার, জীবনকৃতী সম্মান শঙ্কর বন্দ্যোপাধ্যায়কে
এএফসি কাপ জেতাই স্বপ্ন, মোহনবাগানে যোগ দিয়ে বার্তা সাহাল আবদুল সামাদের