শুক্রবার থেকে ঢাকে কাঠি পড়ছে ইন্ডিয়ান সুপার লিগের ২০২১-২২ (Indian Super League 2021022) মরসুমের। এর আগে মোট সাতটি মরসুম খেলা হয়েছেআইএসএলের (ISL)। ভারতীয় ফুটবলের খোলনলচে অনেকটাই পাল্টে দিয়েছে আইএসএল। গত বছর থেকে দেশের শতাব্দী প্রাচীন দুই ক্লাব এটিকে মোহনবাগান (ATK MohunBagan) ও এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) প্রতিযোগিতায় যোগ দেওয়ায় তা আলাদা মাত্রা পেয়েছে। নতুন মরসুম শুরুর আগে এক ঝলকে দেখে নিন আইএসএলে বিগত সাত মরসুমে চ্যাম্পিয়নদের ইতিহাস (History of ISL Campions)।