আজ আইসএলের (ISL)গুরুত্বপূর্ণ ম্য়াচে হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে খেলতে নামবে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)।  এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে মরসুমের প্রথম জয় পেয়ে আত্মবিশ্বাসী মারিও রিভেরার (Mario Rivera)দল।  

১১ ম্য়াচ ধরে অধরা ছিল জয়। অবশেষে মারিও রিভেরার (Mario Rivera) হাত ধরে ভাগ্যের চাকা ঘুরেছে এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal)। শেষ ম্য়াচে এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে মরসুমের প্রথম জয় পেয়েছে লাল-হলুদ ব্রিগেড। প্রথম জয় পেয়ে তলানিতে ঠেকে যাওয়া আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পেয়েছেন হাওকিপ, মহম্মদ রফিক, নাওরেম মাহেশ সিং, ফ্রাঞ্জো প্রেস, আদিল খানদের। সোমবার আইসএলের গুরুত্বপূর্ণ ম্য়াচে হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে খেলতে নামবে এসসি ইস্টবেঙ্গল। জয়ের ধারা বজায় রাখতে মরিয়া লাল-হলুদ কোচ মারিও রিভেরা। অপরদিকে, বর্তমানে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে হায়দরাবাদ এফসি। প্রথম পর্বতেও লাল-হলুদের বিরুদ্ধে অধরা ছিল জয়। দ্বিতীয় পর্বে জয় পেতে মরিয়া নিজামের শহরের দল। 

Scroll to load tweet…

বর্তমানে ধারে ভারে লাল-হলুদের চেয়ে এই মুহূর্তে এগিয়ে রয়েছে হায়দরাবাদ। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আইএসএল টেবলের চারে রয়েছে হায়দরাবাদ এফসি। এ দিকে ১২ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। বিপক্ষকে সমীহ করলেও, নিজের দলের উর বিশ্বাস রাখছেন মারিও রিভেরা। গোয়ার বিরুদ্ধে ম্য়াচ জিতলেও বল পজিশন ও পাসিংয়ে অনেক পিছিয়ে ছিল লাল-হলুদ ব্রিগেড। তাই অনুশীলনে পাসিং ফুটবল ও বল পজিশন ধরে রাখার উপর জোর দিয়েছেন মারিও রিভেরা। রক্ষণ ভালো খেললও ছোটোখাটো ভুল ত্রুটিগুলির উপর জোর দিচ্ছেন স্প্যানিশ কোচ। একইসঙ্গে সেট পিস থেকে আক্রমণ সব বিভাগেই দলকে শক্তিশালী করার চেষ্টা এই সীমিত সময়ের মধ্যেই করেছেন মারিও রিভেরা।

Scroll to load tweet…

ম্য়াচের আগে সাংবাদিক বৈঠকে মারিও রিভেরা বলছেন,'দল যদি জেতে তা হলে অনুশীলনের সময় পরিবেশ এমনিই ভাল থাকে। তবে গত ম্যাচে জিতলেও পরের ম্যাচ সহজ হবে, এমন বলা যায় না। কিন্তু ফুটবলারদের আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই বেড়েছে, এটা বলতেই পারি।' হায়দরাবাদ ম্য়াচ থেকে সাসপেনসন কাটিয়ে দলে ফিরছেন পেরিসেভিচ। যার ফলে মারিও রিভেরা ও এসসি ইস্টবেঙ্গলের শক্তি অনেকটাই বাড়বে। শুধু তাই নয়, ব্রাজিলের নতুন ফুটবলার মার্সেলো রিবেইরোও হায়দরাবাদ ম্যাচে খেলতে পারেন। ফলে সোমবার পেরোসেভিচ এবং মার্সেলোকে জুটি বাঁধতে দেখা যেতে পারে। সব মিলিয়ে প্রতিপক্ষ হায়দরাবাদ এফসির মত শক্তিশালী দল হলেও, একটি ম্য়াচ জিতেই লাল-হলুদের ব্রিগেডের শারীরিক ভাষা অনেকটাই পাল্টে গিয়েছে এসসি ইস্টবেহঙ্গলের। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মারিও রিভেরার দল। 

Scroll to load tweet…

প্রসঙ্গত, ২৯ তারিখ মরসুমের দ্বিতীয় ডার্বি। প্রথম ডার্বিতে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হয়েছিল এসসি ইস্টবেহঙ্গলকে। সেই সময় দলের কোচ ছিলেন ম্য়ানুয়েল দিয়াজ। দ্বিতীয় ডার্বিতে কঠিন পরীক্ষার সামনে মারিও রিভেরার। মেগা ম্য়াচের আগে জয় পেতে মরিয়া লাল-হলুদের নয়া কোচ।