উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) দুরন্ত জয় রিয়াল মাদ্রিদের (Real Madrid)।
এই হারের জেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল ম্যাঞ্চেস্টার সিটি। নক-আউট প্লে-অফের দুটি লেগেই রিয়ালের কাছে পরাজিত হল প্রিমিয়ার লিগের জায়ান্টরা। বলা চলে, প্লে-অফের ম্যাচে কার্যত একতরফা দাপট দেখিয়েই জয় ছিনিয়ে আনল রিয়াল।
সেইসঙ্গে, তারা নিজেদের জায়গা পাকা করে নিল শেষ ষোলোতে। প্রসঙ্গত, নতুন ফর্ম্যাট অনুযায়ী, লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেয়ার লেভারকুসেন, লিল এবং অ্যাস্টন ভিলা সরাসরি প্রি-কোয়ার্টার পড়বে পৌঁছে যায়। অপরদিকে লিগ পর্বের শেষে, এই ৮টি দল পয়েন্ট তালিকার বিচারে প্রথম আটে ছিল।
মোট ৩৬টি দলের লিগে ৯ থেকে ২৪ নম্বরে থাকা ১৬টি দল দুটি লেগের নক আউট প্লে-অফ খেলতে মাঠে নামে। তাছাড়া প্লে-অফ খেলা এই ১৬টি দলের মধ্যে আটটি দল প্রি-কোয়ার্টারের ম্যাচে সরাসরি যোগ দেয় ঐ ৮টি দলের সঙ্গে।
চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট প্লে-অফের ম্যাচে রিয়াল মাদ্রিদের লড়াই ছিল ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে। ওদিকে আবার লিগ পর্বে রিয়াল ছিল ১১ নম্বরে এবং ম্যাঞ্চেস্টার সিটি ছিল ২২ নম্বরে। প্লে-অফের প্রথম ম্যাচটি ছিল সিটির ঘরের মাঠে। সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ জেতে ৩-২ গোলের ব্যবধানে।
আর এবার এবার নক-আউট প্লে-অফের ফিরতি লেগের লড়াইতেও সেই একই ছবি ধরা পড়ল। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে মুখোমুখি হয় দুই দল। সেখানে ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। তবে শুধু জয় নয়। এদিন রিয়ালের হয়ে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপে। অর্থাৎ, একাই তিনটি গোল করে ম্যান সিটিকে রুখে দেন তিনি।
খেলার ৪ মিনিট, ৩৩ মিনিট এবং ৬১ মিনিটে এমবাপে ঝড়ে খড়কুটোর মতো উড়ে যায় সিটি। অন্যদিকে, ম্যাঞ্চেস্টার সিটির হয়ে একমাত্র গোলটি করেন গঞ্জালেজ। তাও সেটা অতিরিক্ত সময়ে।
শেষপর্যন্ত, ৩-১ গোলে জিতে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
