Olivia Smith Arsenal: মহিলাদের ফুটবলে বিশ্বরেকর্ড। কার্যত, রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে লিভারপুল থেকে আর্সেনালে সই করলেন অলিভিয়া স্মিথ।
Olivia Smith Arsenal: সত্যিই যেন বিশ্বরেকর্ড। মহিলাদের ফুটবলে এবার বিশ্বরেকর্ড। কার্যত, রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে লিভারপুল থেকে আর্সেনালে সই করলেন অলিভিয়া স্মিথ।
কানাডার ফুটবলার অলিভিয়া স্মিথকে ১০ লক্ষ পাউন্ডের বিনিময়ে লিভারপুল থেকে নিজেদের ক্লাবে সই করাল আর্সেনাল। ভারতীয় মুদ্রায় যে টাকার পরিমাণ হল ১১ কোটি ৫৫ লক্ষেরও বেশি। অর্থাৎ, রেকর্ড অর্থের বিনিময়ে তাঁকে সই করিয়েছে আর্সেনাল।
মাত্র ২০ বছর বয়সী এই ফুটবলারকে চার বছরের চুক্তিতে সই করাল আর্সেনাল। এর আগে এত টাকায় কোনও মহিলা ফুটবলারকে সই করায়নি বিশ্বের কোনও ফুটবল ক্লাব। এই প্রথম কোনও মহিলা ফুটবলারের সঙ্গে ১.৩ মিলিয়ন পাউন্ডের চুক্তি সারল একটি ফুটবল ক্লাব।
প্রসঙ্গত, তাঁর আগে বিশ্বের সবচেয়ে দামি মহিলা ফুটবলার ছিলেন আমেরিকার ডিফেন্ডার নাওমি গিরমা। গত জানুয়ারি মাসে, তাঁকে ৯ লক্ষ পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১০ কোটি ৪০ লক্ষ টাকায় সই করিয়েছিল চেলসি। এবার সেই রেকর্ডকেও কার্যত, ছাপিয়ে গেলেন অলিভিয়া স্মিথ।
গত মরশুমে তিনি লিভারপুলের হয়ে খেলেন
মোট ২৫ ম্যাচে ৯টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রমাণ করেন। ইংল্যান্ডের উইমেন্স সুপার লিগে এই কৃতিত্ব গড়েন তিনি। আর তারপরই তাঁকে নিয়ে একাধিক ক্লাব আগ্রহ প্রকাশ করে। যার ফলে বোঝাই যাচ্ছিল যে, এবার মোটা অঙ্কের চুক্তিতেই তিনি সই করতে চলেছেন। কিন্তু কোন ক্লাবে? সেটাই শুধু চূড়ান্ত ছিল না।
তবে শনিবার, সেটাও পরিষ্কার হয়ে গেল। আসন্ন মরশুমে তিনি আর্সেনালের হয়ে খেলবেন। এদিকে নতুন চুক্তিতে সই করে অলিভিয়া স্মিথ জানিয়েছেন, “আর্সেনালের সঙ্গে যুক্ত হওয়াটা আমার কাছে ভীষণ সম্মানের একটা বিষয়। ইংল্যান্ড এবং ইউরোপের সবচেয়ে বড় খেতাবজয়ী দল হল আর্সেনাল। এই ক্লাবের জার্সি পরে মাঠে নামাটা আমার কাছে স্বপ্ন ছিল। এবার সেই স্বপ্নপূরণ হওয়ার ফলে আমি রোমাঞ্চিত।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

