Edmund Lalrindika: ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের কাছে লালরিনডিকা নাম ও পদবী অত্যন্ত প্রিয়। লাল-হলুদ জার্সি পরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন লালরিনডিকা রালতে (Lalrindika Ralte)। এবার ইস্টবেঙ্গলে ফিরলেন অন্য এক লালরিনডিকা।
East Bengal FC: পাঁচ বছর আগে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) লোনে ইস্টবেঙ্গলে (East Bengal FC) এসে স্বল্প সময়ের জন্য খেলেছিলেন। কলকাতা ডার্বিতে (Kolkata Derby) মোহনবাগানের (Mohun Bagan) বিরুদ্ধে পরিবর্ত হিসেবে মাঠে নেমেই পায়ের কাজ দেখিয়েছিলেন। সেই ম্যাচেই চোট পেয়ে লাল-হলুদ শিবির ছেড়েছিলেন। এবার তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে ফিরলেন এডমুন্ড লালরিনডিকা (Edmund Lalrindika)। আই লিগের (I-League) দল ইন্টার কাশী এফসি (Inter Kashi FC) থেকে লাল-হলুদে ফিরলেন এডমুন্ড। তাঁর জন্য ট্রান্সফার ফি দিয়েছে ইস্টবেঙ্গল। তবে সেই অঙ্ক কত, তা জানানো হয়নি। ২০২০ সালের ১৯ জানুয়ারি কলকাতা ডার্বিতে শেষবার লাল-হলুদ জার্সি পরে খেলেছিলেন এডমুন্ড। সেই ম্যাচে তিনি সতীর্থকে দিয়ে গোল করিয়েছিলেন। সেই ম্যাচের কথা লাল-হলুদ জনতার মনে আছে। এই কারণে এডমুন্ডের ইস্টবেঙ্গলে ফেরার খবরে উচ্ছ্বসিত সমর্থকরা।
১০ নম্বর জার্সি পরবেন এডমুন্ড
শনিবার সন্ধেবেলা ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানানো হয়েছিল, ১০ নম্বর জার্সি পরার জন্য নতুন একজন খেলোয়াড় আসছেন। রবিবার সকালে ঘোষণা করা হল, এডমুন্ডই ১০ নম্বর জার্সি পরে খেলবেন। মিজোরামের (Mizoram) এই ফুটবলার যে কোনও দলের আক্রমণে বৈচিত্র এনে দিতে পারেন। তিনি সেন্টার-ফরোয়ার্ড, উইঙ্গার ও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন। গত মরসুমে ইন্টার কাশীর হয়ে ২৪ ম্যাচে মোট ১,৮৪৬ মিনিট খেলেছেন এডমুন্ড। তিনি চার গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে ছয় গোল করিয়েছেন। ২৬ বছর বয়সি এই ফুটবলার আই লিগের গত দুই মরসুমে অসামান্য পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি আট গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে ১৩ গোল করিয়েছেন। এবার লাল-হলুদ জার্সি পরে একইরকম পারফরম্যান্স দেখাতে তৈরি এডমুন্ড।
ইস্টবেঙ্গলে ফিরে খুশি এডমুন্ড
ইস্টবেঙ্গলে ফিরে এডমুন্ড বলেছেন, ‘আমি সবসময় ইস্টবেঙ্গলে ফেরার স্বপ্ন দেখতাম। অভিষেক ম্যাচে চোট পেয়েছিলাম। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বিতে চোট পেয়েছিলাম। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারত না। আমি এখন ফিরে এসেছি। আমার কাজ বাকি আছে।’
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


