সংক্ষিপ্ত
- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচে জয় ভারতের
- বিয়াল্লিশতম শতরান করলেন বিরাট কোহলি
- ৫০ ওভারে ২৭৯ রান তোলে ভারত
- ভারতের হয়ে চার উইকেট নেন ভুবনেশ্বর কুমার
টি টোয়েন্টির পর এবার একদিনের সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপ্রতিরোধ্য বিরাট কোহলিরা। পোর্ট অফ স্পেনে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ৫৯ রানে জয় পেল ভারত। প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। আপাতত তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেলেন বিরাট কোহলিরা।
ভারতের হয়ে এ দিন ফের জ্বলে উঠল বিরাট কোহলির ব্যাট। ১২০ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। কেরিয়ারের বিয়াল্লিশতম শতরানটি সোমবার পূরণ করেন বিরাট। কোহলির পাশাপাশি ৭১ রান করে মিডল অর্ডারে ভরসা দিলেন শ্রেয়স আয়ারও। মূলত এই দু' জনের ব্যাটে ভর করেই ২৭৯ রান তোলে ভারত। চার নম্বরে এ দিন ঋষভ পন্থকে পাঠানো হলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হন তিনি। মাত্র কুড়ি রান করেই ফেরেন পন্থ। দুই ওপেনার রোহিত এবং ধাওয়ানও বড় রান পাননি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইলকে দ্রুত ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। এর পরে বৃষ্টিতে খেলা বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পরে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪২ ওভারে ২৬০। সবমিলিয়ে চার উইকেট নেনে ডানহাতি পেসার। দু'টি করে উইকেট নেন কুলদীপ যাদব এবং মহম্মদ শামি। বিয়াল্লিশ ওভারে ২১০ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যান অফ দ্য ম্যাচ হন বিরাট কোহলি।
এ দিন জাভেদ মিয়াঁদাদের একটি ছাব্বিশ বছরের পুরনো রেকর্ডও ভাঙেন বিরাট। একদিনের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এতদিন মিয়াঁদাদের ১৯৩০ রানই সর্বোচ্চ ছিল। সেই রেকর্ড ভাঙার জন্যই এ দিন ১৯ রান প্রয়োজন ছিল বিরাটের।