সংক্ষিপ্ত

প্য়ারালিম্পিক্সে অব্যাহত ভারতের পদক বৃষ্টি। শুটিং সোনা রূপো জয়ের পর এবার ব্যাড মিন্টনেও শনিবার ভারতের ঝুলিতে জোড়া পদক। সোনা জিতলেন প্রমোদ ভগত ও ব্রোঞ্জ জিতলেন  মনোজ সরকার।
 

টোকিও প্যারালিম্পিক্সে ভারতের পদক জয়ের ধারা অব্যাহত। শনিবার সকালে শুটিং একই বিভাগে জোড়া পদক জিতেছিল ভারত।  ৫০ মিটার পিস্তল এসএইচ১ ইভেন্টে সোনা জিতেছেন মণীশ নারওয়াল ও ওই বিভাগেই ব্রোঞ্জ জিতেছিলেন সিংহরাজ আদানা। শনিবার বিকেলে একই বিভাগে ব্যাডমিন্টনেও জোড়া পদক জিতল ভারত। সোনা জিতলেব প্রমোদ ভগত ও ব্রোঞ্জ জিতলেন দেরাদুনের মনোজ সরকার। যার ফলে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ১৭।

 

 

এসএলথ্রি বিভাগের সেমি ফাইনালে ব্রিটেনের প্রতিযোগীর কাছে হারলেও, ব্রোঞ্জ মেডেল ম্যাচে মনোজের উপর আস্থা রেখেছিল গোটা দেশ। সকলকে নিরাশও করেননি তিনি। ব্রোঞ্জ মেডেল ম্যাচে মনোজের প্রতিপক্ষ ছিলেন জাপানের দাইসুকে ফুজিহারা। প্রথম গেমে দুই শাটলারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত ২২-২০ ব্যবধানে প্রথম গেম জেতেন মনোজ। দ্বিতীয় গেমে খুব একটা লড়াই করতে হয়নি বাংলার ছেলেক। ২১-১৩ ব্যবধানে গেম জিতে স্ট্রেট সেটে ম্যাচ জিতে পদক জয় নিশ্চিৎ করেন মনোজ। ব্রোঞ্জ মেডেল জয়ের পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর।

 

 

 

১৯৬৮ থেকে ২০১৬ পর্যন্ত প্যারালিম্পিক্সের আসরে ভারত সবমিলিয়ে ১২টি পদক জেতে। এবার সার্বিক সেই নজিরকে বহু পিছনে ফেলে দেয় ভারত। ইতিমধ্যেই ভারতীয় দল টোকিও প্যারালিম্পিক্স থেকে ১৭টি পদক জিতেছে। প্যারা অ্যাথলিটদের সাফল্যে গর্বিত গোটা দেশ।

YouTube video player