চলতি এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটদের ভালো পারফরম্যান্স অব্যাহত। মঙ্গলবার মহিলাদের ৫৪ কেজি বক্সিংয়ে ব্রোঞ্জ পেলেন ১৯ বছরের প্রীতি পাওয়ার। একইসঙ্গে তিনি প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনও করেছেন। মহিলাদের বক্সিংয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন লাভলিনা বর্গোহাইন।