অপূর্বী চান্ডেলারা হতাশ করলেও আশা জাগাল সৌরভ চৌধরি। ১০ মি এয়ার পিস্তলে বাছাই পর্বে শীর্ষে থেকে পাইনালে পৌছলেন তিনি। পদক জয়ের আশা দেখছে গোটা দেশ।

একের পর এক ইভেন্টে হতাশা ও খারাপ পারফরমেন্স। সেই জায়গা থেকে টোকিও অলিম্পিকিসে ভারতের প্রথম পজক জয়ের আশা জাগালেন শুটার সৌরভ চৌধরি। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে ফাইনালে উঠলেন ভারতীয় তারকা শুটার। শুধু ফাইনালের যোগ্যতা অর্জন করাই নয়, বাছাই পর্বে শীর্ষে থেকে ফাইনালে উঠলেন বিশ্বের দ্বিতীয় শুটার সৌরভ চৌধরি। কিন্তু একই ইভেন্টে প্রথমে আশা জাগিয়েও ফাইনালে উঠতে ব্যর্থ হলেন অপর শুটার অভিষেক বর্মা।

Scroll to load tweet…

যোগ্যতা অর্জন পর্বে শুরু থেকে দুরন্ত ছন্দে পাওয়া যায় সৌরভ চৌধরিকে। একের পর এক লক্ষ্যভেদ করতে থাকেন তিনি। ১০মিটার এয়ার পিস্তলে ৬টি সিরিজ মিলেয়ে সৌরভের মোট পয়েন্ট করেন ৫৮৬। শুরুতে পর পর পাঁচ বার ১০ পয়েন্ট স্কোর করেন তিনি। সকল বিপক্ষকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন ভারতীয় শুটার। তবে লড়াই করেও ৫৭৫ পয়েন্ট নিয়ে অভিষেক শেষ করেন ১৭ নম্বরে। কিন্তু যে দুরন্ত ফর্ম দেখিয়ে সৌরভ ফাইনালে উঠেছে তাতে প্রথম পদক জয়ের অপেক্ষায় গোটা দেশ।

YouTube video player