সংক্ষিপ্ত
কয়েক মাস পরেই শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স। টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পর নীরজ চোপড়ার উপর প্রত্যাশার চাপ বেড়ে গিয়েছে। প্যারিসেও তিনি সোনা জিতবেন বলে আশায় সারা দেশ।
টোকিও অলিম্পিক্সের আগে দুর্দান্ত ফর্মে দেশের সেরা অ্যাথলিট নীরজ চোপড়া। বুধবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ২৭-তম ফেডারেশন কাপ সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন নীরজ। তিনি অবশ্য সেরা ফর্মের ধারেকাছে ছিলেন না। ৮২.২৭ মিটার থ্রো করে সোনা জেতেন নীরজ। তিনি ৪টি থ্রো করেই সোনা জেতেন। শেষ ২ থ্রো করেননি নীরজ। তাঁকে এদিন কঠিন লড়াইয়ে ফেলে দিয়েছিলেন ডি পি মনু। তবে শেষপর্যন্ত নীরজই সোনা জিতলেন। তিনি সরাসরি ফাইনালে যোগ দেওয়ার ছাড়পত্র পেয়েছিলেন। জাতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন যে পক্ষপাতিত্ব করেনি, সোনা জিতে েটা বুঝিয়ে দিলেন নীরজ। টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পর প্রথমবার কোনও ঘরোয়া টুর্নামেন্টে যোগ দিলেন এই তারকা অ্যাথলিট। তিনি বুঝিয়ে দিলেন, প্যারিস অলিম্পিক্সের জন্য ভালোভাবেই তৈরি হচ্ছেন।
মনু জিতলে খুশি হতেন নীরজ!
বুধবার চতুর্থ থ্রোয়ের পর কোচের সঙ্গে কথা বলতে দেখা যায় নীরজকে। পরে তিনি জানিয়েছেন, কোচের সঙ্গে কথা বলে ঠিক করেন, শেষ ২ থ্রো করবেন না। মনু সোনা জিতলে তিনি খুশি হতেন বলেও জানিয়েছেন নীরজ। তিনি জানিয়েছেন, ভুবনেশ্বরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় সমস্যা হচ্ছিল। তবে দীর্ঘদিন পর দেশের মাটিতে কোনও প্রতিযোগিতায় যোগ দিয়ে খুশি হয়েছেন বলেও জানিয়েছেন নীরজ।
হতাশ করলেন কিশোর জেনা
ওড়িশার ছেলে কিশোর জেনা নিজের রাজ্যে ফেডারেশন কাপে ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশা করছিলেন অনেকে। কিন্তু একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না এশিয়ান গেমসে নীরজের সঙ্গে লড়াই করে রুপো পাওয়া এই অ্যাথলিট। এদিন তিনি মাত্র ৩টি বৈধ থ্রো করতে সক্ষম হন। সেরা থ্রো ছিল ৭৫.৪৯ মিটারের। মাত্র ২ বার ৭৫ মিটারের বেশি থ্রো করেন কিশোর। টোকিও অলিম্পিক্সে ভালো পারফরম্যান্স দেখাতে হলে তাঁকে নতুন করে তৈরি হতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Neeraj Chopra: দোহায় অল্পের জন্য দ্বিতীয়, পরের ডায়মন্ড লিগ জয়ের শপথ নীরজের
Neeraj Chopra: 'রতন টাটা সত্যিকারের প্রেরণা,' দেখা করতে পেরে আপ্লুত নীরজ চোপড়া
Neeraj Chopra: কীভাবে আরও গতিতে বোলিং করতে পারেন জসপ্রীত বুমরা? পরামর্শ নীরজ চোপড়ার