Neeraj On Arshad: গত মঙ্গলবার জম্মু কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর্যটকদের মর্মান্তিক মৃত্যুতে কেঁপে গিয়েছে গোটা দেশ। সন্ত্রাসবাদী হামললায় মিলেছে পাক যোগের খবর। যোগ্য জবাব দেওয়ার জন্য ফুঁসছে গোটা দেশ।
Neeraj Chopra: পরপর দু'বার অলিম্পিক্সে সোনা জিতেছেন। নতুন মরসুমে আরও সাফল্য চান ভারতের সফলতম অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra)। তিনি মরসুমের শুরুটা ভালোভাবে করলেন। এবার লক্ষ্য দোহা ডায়মন্ড লিগ (Doha Diamond League)।
অলিম্পিকে (Paris Olympics 2024) সোনা হাতছাড়া করেছেন। পাকিস্তানের আরশাদ নাদিমের (Arshad Nadeem) প্রায় ৯৩ মিটারের থ্রো স্বপ্ন ভেঙে দিয়েছে নীরজের (Neeraj Chopra). তবে দেশের জন্য পদক জিততে পেরে খুশি নীরজ।
এবারের অলিম্পিক্সে ফেভারিট হিসেবেই যোগ দিচ্ছেন ভারতের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া। তাঁর দিকে তাকিয়ে সারা দেশ। ফের অলিম্পিক্সে সোনা জয়ের লক্ষ্যে নীরজ।
টোকিও অলিম্পিক্সে প্রথমবার ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্সে ভারতকে সোনা এনে দেন নীরজ চোপড়া। এবারও জ্যাভলিন থ্রোয়ে সোনা জয়ের লক্ষ্যেই প্যারিস অলিম্পিক্সে যাচ্ছেন নীরজ।
প্যারিস অলিম্পিক্স শুরু হতে আর ৪ সপ্তাহও বাকি নেই। এবারের অলিম্পিক্সেও ভারতের প্রধান ভরসা নীরজ চোপড়া। এই অ্যাথলিট ফের সোনা জিতবেন বলে আশায় সারা দেশ।
কয়েক মাস পরেই শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স। টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পর নীরজ চোপড়ার উপর প্রত্যাশার চাপ বেড়ে গিয়েছে। প্যারিসেও তিনি সোনা জিতবেন বলে আশায় সারা দেশ।
গত কয়েক বছরে ভারতের সেরা অ্যাথলিট নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্স-সহ বিভিন্ন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য পেয়েছেন নীরজ। প্যারিস অলিম্পিক্সেও সোনা জয়ই নীরজের লক্ষ্য।
নিজেদের ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে উঠেছেন রতন টাটা ও নীরজ চোপড়া। শিল্পক্ষেত্রে এবং অ্যাথলেটিক্সে তাঁরা যে নজির গড়েছেন তার তুলনা মেলা ভার।
প্যারিস অলিম্পিক্সের প্রস্তুতির মধ্যেই ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্সের দিকে নজর আছে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা অ্যাথলিট নীরজ চোপড়ার। তিনি জসপ্রীত বুমরাকে বিশেষ পরামর্শও দিলেন।