সংক্ষিপ্ত
এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভালো জায়গায় ভারত। চতুর্থ দিনের শেষে ১৯ পদক নিয়ে ৩ নম্বরে থাকল ভারত। এই প্রতিযোগিতায় ভারতের সাফল্য উল্লেখযোগ্য।
৬টি সোনা, ৭টি রুপো ও ৬টি ব্রোঞ্জ নিয়ে এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক তালিকায় ৩ নম্বরে থাকল ভারতীয় দল। এই প্রতিযোগিতায় ভারতের হয়ে সোনা জিতেছেন রেজওয়ানা মল্লিক হিনা, ভরতপ্রীত সিং, সুনীল কুমার, সিদ্ধার্থ চৌধুরী, ভারতের লক্ষ্মিতা বিনোদ সান্ডিলা ও ভারতের মহিলাদের রিলে দল। মোট পদক সংখ্যায় চিনের সঙ্গে একই জায়গায় ভারত। কিন্তু চিনের অ্যাথলিটরা ১১টি সোনা জিতেছেন। সেই কারণে পদক তালিকায় ৩ নম্বরে ভারত। ১৪টি সোনা-সহ ২৩ পদক নিয়ে শীর্ষে জাপান। তবে পদক তালিকায় ৩ নম্বরে থাকলেও, ভারতীয় অ্যাথলিটরা যেভাবে চিন ও জাপানের সঙ্গে লড়াই করলেন, সেটা ভারতীয় অ্যাথলেটিক্সের ভবিষ্যতের পক্ষে আশাজনক।
এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের প্রথম দিন ৩টি পদক পায় ভারত। দেশকে প্রথম পদক এনে দেন নদিয়া জেলার সোনাডাঙা গ্রামের বাসিন্দা রেজওয়ানা। ৫৩.৩১ সেকেন্ড সময় করে ৪০০ মিটার দৌড়ে সোনা জেতেন এই তরুণী। এরপর দেশকে দ্বিতীয় সোনা এনে দেন ভরতপ্রীত সিং। ডিসকাস থ্রোয়ে সোনা জেতেন তিনি। এই প্রতিযোগিতায় দেশকে তৃতীয় পদক এনে দেন অন্তিমা পাল। মহিলাদের ৫০০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পান তিনি।
দ্বিতীয় দিন শটপাটে সোনা জেতেন সিদ্ধার্থ। জ্যাভলিন থ্রোয়ে রুপো পান শিবম লোহাকারে। পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে রুপো পান শারুক খান। মহিলাদের লংজাম্পে রুপো পান সুস্মিতা। ব্রোঞ্জ পায় ভারতের ৪x৪০০ মিটার রিলে দল। পুরুষদের ৮০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পান শাকিল।
তৃতীয় দিন ডেকাথলনে সোনা জেতেন সুনীল কুমার। মহিলাদের ৪x১০০ মিটার দৌড়ে ৪৫.৩৬ সেকেন্ড সময় করে ব্রোঞ্জ পায় ভারত। দলে ছিলেন তামান্না, অক্ষয়, নয়না ও অভিনয়। মহিলাদের ৩০০০ মিটার দৌড়ে রুপো পান বুশরা খান। হাইজাম্পে রুপো পান পূজা।
চতুর্থ দিন মহিলাদের ১৫০০ মিটার দৌড়ে সোনা জেতেন লক্ষ্মিতা বিনোদ সান্ডিলা। সোনা জেতে ভারতের মহিলাদের রিলে দলও। পুরুষদের রিলে দল রুপো পায়। পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পান মেহদি হাসান। পুরুষদের ৫০০০ মিটার দৌড়ে রুপো পেয়েছেন শিবাজি পরশু মাদাপ্পাগৌদ্রা।
বুধবার মহিলাদের ২০০ মিটার দৌড়ে ২৪.৫৩ সেকেন্ড সময় করে চতুর্থ স্থানে শেষ করেছেন নয়না কোকারে। ২৪.৯৬ সেকেন্ড সময় করে ৮ নম্বরে শেষ করেছেন উন্নতি আইয়াপ্পা বোল্যান্ড। তাঁরা আরও ভালো পারফরম্যান্স দেখাতে পারলে চিনকে টপকে দ্বিতীয় স্থানে থাকত ভারত।
আরও পড়ুন-
এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিন জোড়া সোনা ভারতের
এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা নদিয়ার মেয়ে রেজওয়ানা মল্লিক হিনার
বাড়ি ফিরলেন পিয়ালি বসাক, স্পোর্টস কোটায় সরকারি চাকরির আর্জি পরিজনদের