বাড়ি ফিরলেন পিয়ালি বসাক, স্পোর্টস কোটায় সরকারি চাকরির আর্জি পরিজনদের

মাকালু জয় করে নেমে আসার সময় সম্পূর্ণ অপরিচিত একজনকে সাহায্য করতে গিয়ে ফ্রস্টবাইটে আক্রান্ত হন। নিউমোনিয়াও ধরা পড়ে। ভর্তি ছিলেন নেপালের রাজধানী কাঠমাণ্ডুর একটি হাসপাতালে।

Share this Video

মাকালু জয় করে নেমে আসার সময় সম্পূর্ণ অপরিচিত একজনকে সাহায্য করতে গিয়ে ফ্রস্টবাইটে আক্রান্ত হন। নিউমোনিয়াও ধরা পড়ে। ভর্তি ছিলেন নেপালের রাজধানী কাঠমাণ্ডুর একটি হাসপাতালে। সেখান থেকে শনিবার বাড়ি ফিরলেন চন্দননগরের পর্বতারোহী পিয়ালি বসাক। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে ছিলেন পরিজনরা। তাঁরা পিয়ালিকে স্পোর্টস কোটায় সরকারি চাকরি দেওয়া এবং আর্থিকভাবে সাহায্য করার আর্জি জানান। দীর্ঘদিন ধরে বাবা অসুস্থ। বিদেশে তিনিও অসুস্থ হয়ে পড়ায় পিয়ালির পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। শেষপর্যন্ত বাড়ি ফিরতে পেরে স্বস্তিতে পিয়ালি।

Related Video