সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেটার ঈশান কিষাণের গাড়ির এক অটোর সাথে সংঘর্ষ হয়েছে, যাতে চারজন আহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা ঈশানকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। ঈশান ও তার বাবাকে থানায় নিয়ে যাওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়।

গত এক বছর ধরে সময়টা কঠিন যাচ্ছে। ভারতীয় দলের ক্রিকেট তারকা ঈশান কিষাণের। নানান সমস্যা লেগে আছে। সম্প্রতি ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েছিল ঈশান। যদিও অজি আক্রমণের সামনে টিকতে পারেনি। সে যাই হোক, এভার বিতর্কে জড়ালেন ঈশান কিষাণ। তাঁকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। জানা গিয়েছে, একটি অটোর সঙ্গে প্রাক্তন ভারতীয় অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের অভিনায়ক ঈশান কিষাণের গাড়ির সংঘর্ষ হয়। ঘটনায় চারজন আহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা ঈশানে নাকি বেধড়ক মারধর করে। তারপর তারা ঈশান কিষাণকে পুশিলেক হাতে তুলে দেয়।

তবে, ঈশান নাকি তার বাবা গাড়ি চালাচ্ছিলেন তা এখনও স্পষ্ট জানা যায়নি। গতকাল সন্ধ্যায় কাঁকরবাগ অটো স্ট্যান্ডের কাছ দিয়ে যাচ্ছিলেন ঈশান কিষাণরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁর গাড়ি উচ্চ গতিতে ছিল। মোড়ের সামনে থেকে আসা অটোর সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় কয়েকজন আহত হন। আহতদের মধ্যে অটোচালক ও এক নারী আছেন। এরপরই উপস্থিত জনতা ঈশানকে মারধর করেন এবং তার জামা ছিঁড়ে দেন।

জানা গিয়েছে, ঈশান কিষানকে উদ্ধার করে পুলিশ কতৃপক্ষ এবং তাকে ও তার বাবাকে থানায় তুলে নিয়ে যায়। ভুক্তভোগীদের লিখিত আবেদনের পর পুলিশ বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করে। ঈশানকে তিন ঘন্টা আটকে রাখা হয়েছিল। রাত ৮টায় দুজনকেই ছেড়ে দেওয়া হয়। তাঁরা কেউ ক্যামেরার সামনে আসতে চান নি। সে কারণে পরিস্থিতি বুঝে থানার নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়।