কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) শনিবার মহিলাদের ১০ হাজার মিটার রেস ওয়াকে রুপো জিতলেন প্রিয়াঙ্কা গোস্বামী (Priyanka Goswami)।, ৩০০০ মিটার স্টিপল চেজে রুপো জিতলেন অবিনাশ সাবলে(Avinash Sable), লন বোলসে (Lawn Bowls)রুপো জিতলেন ভারতীয় পুরুষ দল।