কমনওয়েলথ গেমসে রূপোর পদক জয়ের পর সাক্ষাৎকার। এশিয়ানেট নিউজের মুখোমুখি জেরেমি লালরিননুঙ্গা। মাত্র ১৯ বছর বয়সেই কমনওয়েলথ গেমসে পদক জয় জেরেমির। ভরোত্তোলনের ৬৭ কিলো বিভাগে রূপো জিতেছেন জেরেমির। আর্মি স্পোর্টস ইনস্টিটিউটে ট্রেনিং করেন জেরেমি। জেরেমি-র আদর্শ মীরাবাঈ চানু, তাঁর কাছ থেকে মিলেছে টিপস।